BCCI Update: বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি দিন রাতের টেস্ট আয়োজনের ভাবনায় বিসিসিআই
BCCI Update: ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাবনায় রয়েছে যাতে বেঙ্গালুরু টেস্টটি দিন রাতের আয়োজন করা যায়। এখনও পর্যন্ত ২টো দিন রাতের টেস্ট দেশের মাটিতে আয়োজন করেছে বিসিসিআই।
বেঙ্গালুরু: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের ফর্ম্যাটে ২ টো সিরিজ খেলার পর দেশের মাটিতে শ্রীলঙ্কার (srilanka) বিরুদ্ধে মুখোমুখি হবে ভারতীয় দল (indian cricket team)। লঙ্কা বাহিনীর বিরুদ্ধে বেঙ্গালুরু ও মোহালিতে দুটো টেস্ট ম্যাচ খেলবে ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ডের (bcci) ভাবনায় রয়েছে যাতে বেঙ্গালুরু টেস্টটি দিন রাতের আয়োজন করা যায়। এখনও পর্যন্ত ২টো দিন রাতের টেস্ট দেশের মাটিতে আয়োজন করেছে বিসিসিআই। এবার তৃতীয় বার গোলাপি বলের টেস্ট আয়োজনের ভাবনায় বোর্ড।
বোর্ড সূত্রে খবর, লঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিসিসিআইয়ের কাছে অনুরোধ করা হয়েছে যে আগে যেন টি-টোয়েন্টি সিরিজ শুরু করা হয়। পরে টেস্ট সিরিজের আয়োজন করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ''শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে আমাদের কাছে এক আর্জি এসেছে। ওরা চাইছে যে টি-টোয়েন্টি সিরিজ টেস্ট সিরিজের আগে আয়োজন করতে। ভারত সফরে আসার আগে ওঁরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলে আসবে।''
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড যদি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের আর্জি মেনে নেয়, তবে টেস্ট সিরিজে নামার আগে লঙ্কা বাহিনী একটু গুছিয়ে নিতে পারবে। টি-টোয়েন্টি সিরিজের ৩টি ম্যাচ হবে যথাক্রমে মোহালি, ধরমশালা ও লখনউতে। ২টো টেস্ট হবে যথাক্রমে বেঙ্গালুরু ও মোহালিতে।
আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে সিরিজ। আর সেই সিরিজের জন্য আমদাবাদ পৌঁছে গেল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কায়রন পোলার্ডের নেতৃত্বে সীমিত ওভারের ফর্ম্যাটে সিরিজ খেলতে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। এখনও ৩ ম্যাচের টি-টোয়েন্টি ও ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে ২ দল। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে আমদাবাদে পৌঁছেছে ক্যারিবিয়ান দল। পোস্টে লেখা হয়েছে, '' বার্বাডোজ থেকে দীর্ঘ সফরের পর আমদাবাদ পৌঁছোলাম আমরা।''