Ganguly on T20 WC Final: টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে কোন দলকে এগিয়ে রাখলেন সৌরভ?
Ganguly on T20 WC Final: ২ প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড মুখোমুখি হতে চলেছে ২২ গজে। খাতায়-কলমে অনেকেই হয়ত এগিয়ে রাখবেন অস্ট্রেলিয়াকে।
দুবাই: আর কিছুক্ষণ পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। ২ প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড মুখোমুখি হতে চলেছে ২২ গজে। খাতায়-কলমে অনেকেই হয়ত এগিয়ে রাখবেন অস্ট্রেলিয়াকে। কিন্তু কিছুটা স্রোতের বিপরীতে হাঁটতে চান সৌরভ গঙ্গোপাধ্যায়। কেন উইলিয়ামসনের দলকেই এগিয়ে রাখছেন তিনি। এই মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল দেখতে দুবাইতেই রয়েছেন বিসিসিআই সভাপতি। তিনি মনে করেন ফাইনালে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।
এক সাক্ষাৎকারে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ বলেন, 'আমার মনে হয় বিশ্ব ক্রীড়ায় নিউজিল্যান্ডের সময় চলছে। অস্ট্রেলিয়া দুর্দান্ত দেশ। কিন্তু ওরা কিছুটা কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছে সাম্প্রতিক পারফরম্যান্সের নিরিখে। আমার মনে হয় টিভিতে যে আমরা যে নিউজিল্যান্ড শিবিরটা দেখি, তার থেকেও অনেক বেশি সাহস ও দৃঢ়তা রাখে এই দলটা।' তিনি আরও বলেন, 'কিউয়িরা এই বছরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে। ছোট দেশ, কিন্তু ওরা চমকে দিতে পারে। আমার মন বলছে এই ফাইনালটা নিউজিল্যান্ডের।'
ওয়ান ডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার রেকর্ড দুরন্ত। তারাই সবচেয়ে বেশিবার একদিনের বিশ্বকাপ জিতেছে। কিন্তু টি-২০ বিশ্বকাপে নেই কোনও ট্রফি। অন্যদিকে এবারের আগে এই প্রতিযোগিতায় নিউজিল্যান্ডের সেরা পারফরম্যান্স ছিল দু’বার সেমি-ফাইনালে পৌঁছনো। তবে এবার দু’দলই অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে উঠেছে।
এখনও পর্যন্ত টি-২০ বিশ্বকাপের ইতিহাসে একবারই মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত হওয়া টি-২০ বিশ্বকাপে সেই ম্যাচে জয় পেয়েছিল নিউজিল্যান্ড। তারপর দু’দল এই প্রথম টি-২০ বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে। অতীত রেকর্ড তাঁদের পক্ষে থাকায় বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে পারেন কেন উইলিয়ামসনরা।
টি-২০ ম্যাচে দু’দলের লড়াইয়ের রেকর্ড অবশ্য অস্ট্রেলিয়ার পক্ষে। এখনও পর্যন্ত দু’দল ১৪বার টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৯টি ম্যাচই জিতেছে অস্ট্রেলিয়া। পাঁচটি ম্যাচে জয় পেয়েছে নিউজিল্যান্ড।