BCCI President XI vs Jay Shah' Team: ইডেনে ফিরল নস্টালজিয়া, ব্য়াট হাতে ছক্কা হাঁকালেন সৌরভ
BCCI President XI vs Jay Shah' Team: কলকাতায় কাল বিসিসিআইয়ের (bcci) বার্ষিক সাধারণ সভা। তার আগে ইডেনে ফিরল একরাশ নস্টালজিয়া। ফের ২২ গজে স্বমহিমায় সৌরভ গঙ্গোপাধ্যায়।
কলকাতা: বোর্ডের এজিএমের (agm) আগে ইডেনের ২২ গজে সৌরভ। বোর্ড প্রেসিডেন্ট একাদশ বনাম বোর্ড সচিব একাদশ। ব্যাট হাতে স্বমহিমায় সৌরভ (sourav ganguly) গঙ্গোপাধ্যায়। সৌরভের টিমে রয়েছেন আজহারউদ্দিনও (mohammad azharuddin)। এদিন ইডেনে তাঁর দল না জিতলেও ব্যাট হাতে অপরাজিত ৩৫ রানের ইনিংস খেললেন সৌরভ।
কলকাতায় কাল বিসিসিআইয়ের (bcci) বার্ষিক সাধারণ সভা। তার আগে ইডেনে ফিরল একরাশ নস্টালজিয়া। ফের ২২ গজে স্বমহিমায় সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিনের ম্যাচে বোর্ড প্রেসিডেন্ট একাদশের মুখোমুখি বোর্ড সচিব একাদশ। খেলা হয় ১০ ওভারে। প্রদর্শনী ম্যাচে ব্যাট হাতে নেমেই মহারাজের স্টেপ আউট। মারেন তিনটি ওভার বাউন্ডারি। অপরাজিত থাকেন ৩৫ রানে। বোলিং করতেও দেখা গেল তাঁকে। যদিও, মাত্র ১ রানে হেরে যায় তাঁর দল। সৌরভের টিমে খেলেন মহম্মদ আজহারউদ্দিন ও অভিষেক ডালমিয়াও।
তিনি, সৌরভ গঙ্গোপাধ্যায়। অনেক দুঃসময়ে ভারতীয় ক্রিকেটের পথপ্রদর্শক হিসাবে কাজ করেছেন। বোর্ডের মসনদের বসেও নিয়েছেন একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত। ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজে ইডেনে সৌরভের ঘণ্টাধ্বনিতে যেন প্রাণ ফিরে পেয়েছিল ক্রিকেটের নন্দনকানন। গ্যালারিতে ফিরল পরিচিত গর্জন। মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে মহারাজকে স্বাগত জানিয়েছিল ইডেন-জনতা।
এদিকে, মুম্বইয়ে টেস্ট কেরিয়ারের চতুর্থ শতরান হাঁকালেন ময়ঙ্ক অগ্রবাল (mayank agarwal)। বেশ কিছুদিন ধরেই নিজের ফর্মের ধারেকাছে ছিলেন না। দ্বিতীয় টেস্টের (test) আগেও তাঁর দলে থাকা নিয়েই প্রশ্ন উঠেছিল। মনে করা হয়েছিল যে বিরাট (virat kohli)) প্রথম একাদশে ঢুকলে সেক্ষেত্রে বসতে হতে পারে ময়ঙ্ককেই। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল তিনিই নামলেন শুভমন গিলের সঙ্গে। আর শুধু নামলেনই না, সেঞ্চুরিও হাঁকালেন দলের সবচেয়ে দরকারের সময়। এদিন ১৯৬ বলে নিজের টেস্ট কেরিয়ারের চতুর্থ শতরান পূরণ করেন ময়ঙ্ক। ড্যারেল মিচেলকে ম্যাচের ৫৯ তম ওভারের প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়েই শতরান পূরণ করেন তিনি। দিনের শেষে ১৪টি বাউন্ডারি ও ৪টে ছক্কার সাহায্যে ১২০ রানে অপরাজিত রয়েছেন। ২৫ রানে অপরাজিত রয়েছেন ঋদ্ধিমান।
আরও পড়ুন: বাঁ কনুইয়ে চোট, দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন কেন উইলিয়ামসন