এক্সপ্লোর
Advertisement
নজরে দ্রাবিড়-শাস্ত্রী! টিম ইন্ডিয়ার ‘হিন্দিভাষী’ কোচের খোঁজে বিজ্ঞাপন বোর্ডের
নয়াদিল্লি: ধোনি-কোহলিদের কোচের পদে কোনও ‘হিন্দিভাষী’-কে পছন্দ বিসিসিআই-এর! তাহলে কি বোর্ডের নজরে শাস্ত্রী, দ্রাবিড় রয়েছেন? জল্পনা ক্রীড়ামহলে।
অনেক জল্পনা পার করে অবশেষে বুধবার টিম ইন্ডিয়ার হেড কোচ পদের বিজ্ঞাপন দিয়েছে ভারতীয় বোর্ড। গত ২২ মে এই ঘোষণা করেছিলেন বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর। কিন্তু, বিজ্ঞাপন আসতে আসতে আরও ১১ দিন পেরিয়ে যায়।
সেখানে পদের জন্য যে যে প্রয়োজনীয় যোগ্যতা গুণাবলী চাওয়া হয়েছে, তাতে ইংরেজির সঙ্গে হিন্দি-ভাষা জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞাপনের ৬ নম্বর ক্রাইটেরিয়ায় বলা হয়েছে, একটি আন্তর্জাতিক দলের কোচ হওয়ার জন্য যোগাযোগের দক্ষতা আবশ্যিক। একইসঙ্গে সঠিক বার্তাকে ইংরেজিতে প্রেরণ করায় সুযোগ্য হতে হবে।
এরসঙ্গেই এর ঠিক নীচেই বলা হয়েছে, ইংরেজির পাশাপাশি হিন্দি বা অন্য কোনও আঞ্চলিক ভাষায় দক্ষ হলে তা অগ্রাধিকার দেওয়া হবে। বিজ্ঞাপনে আরও বলা হয়েছে, ইচ্ছুক প্রার্থীকে আইসিসি অনুমোদিত যে কোনও দেশের জাতীয় বা ন্যূনতম প্রথম শ্রেণীর স্তরে কোচিং করানোর অভিজ্ঞতা থাকতে হবে।
বিসিসিআই-এর এই বিজ্ঞাপন থেকেই তৈরি হয়েছে জল্পনা। কারণ, বেশ কিছু দিন ধরেই টিম ইন্ডিয়ার কোচের পদের দাবিদার হিসেবে উঠে এসেছেন তারকা ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই তাঁকে প্রস্তাবও দেওয়া হয়েছে।
শুধু দ্রাবিড় নন, সম্ভাব্য তালিকায় রয়েছেন রবি শাস্ত্রীও। বোর্ড সূত্রে খবর, কোচের পদে আবেদন করতে পারেন শাস্ত্রীও। টি-২০ বিশ্বকাপ পর্যন্ত তিনিই টিম ডিরেক্টর পদে ছিলেন। ফলে, দলের সদস্যদের সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত ভাল। শোনা যাচ্ছে, শাস্ত্রীর সঙ্গে আবেদন করতে পারেন সঞ্জয় বাঙ্গার ও ভরত অরুণও।
বিজ্ঞাপনে আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ দেওয়া হয়েছে ১০ জুন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement