এক্সপ্লোর
Advertisement
হ্যাজার্ড, লুকাকুর জোড়া গোল, তিউনিশিয়াকে ৫-২ উড়িয়ে দিল বেলজিয়াম
মস্কো: তিউনিশিয়াকে ৫-২ গোলে পর্যুদস্ত করে গ্রুপ জি থেকে প্রথম দল হিসেবে নক-আউটে যাওয়া প্রায় নিশ্চিত করে ফেলল বেলজিয়াম। আগামীকাল এই গ্রুপের অন্য ম্যাচে ইংল্যান্ড যদি অপ্রত্যাশিতভাবে পানামার বিরুদ্ধে না হেরে যায়, তাহলেই নক-আউটে চলে যাবে বেলজিয়াম। আজ বেলজিয়ামের হয়ে ইডেন হ্যাজার্ড ও রোমেলু লুকাকু দু’টি করে গোল করেন। একটি গোল করেন পরিবর্ত মিশি বাতশুয়াই। তিউনিশিয়ার গোলদাতা ডিলান ব্রন ও ওয়াহাবি খাজরি। টানা দু’টি ম্যাচে হেরে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিশিয়া।
আজ শুরু থেকেই একের পর এক আক্রমণে তিউনিশিয়ার রক্ষণকে ব্যস্ত করে দেন লুকাকু-হ্যাজার্ডরা। ৬ মিনিটেই পেনাল্টি থেকে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন হ্যাজার্ড। ১০ মিনিট পরেই ব্যবধান বাড়ান লুকাকু। দু’মিনিট পরেই অবশ্য ব্রন গোল করে ব্যবধান কমান। সেই সময় মনে হচ্ছিল, ম্যাচে ফিরতে পারে তিউনিশিয়া। প্রথমার্ধের সংযোজিত সময়ে ফের গোল করেন লুকাকু। এরপর আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি তিউনিশিয়ার পক্ষে। ৫১ মিনিটে ব্যবধান বাড়ান হ্যাজার্ড। অনেক সহজ সুযোগ নষ্ট করার পর ৯০ মিনিটে দলের পঞ্চম গোল করেন বাতশুয়াই। সংযোজিত সময়ে ব্যবধান কমান খাজরি। তবে তাতে কোনও লাভ হয়নি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement