IPL Auction 2022: গেলের পর এবার আইপিএলে নিলামে নেই স্টোকস, আর্চারও
IPL Auction 2022: স্টোকস এবং ওকস ২ জনই সদ্য শেষ হওয়া অ্যাশেজে ইংল্যান্ড দলের অংশ ছিলেন। অ্যাশেজের আগে এবারের আইপিএলে নিলামে নাম দিতে চেয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট।
মুম্বই: ক্রিস গেলের পর এবার আইপিএলের আসন্ন নিলামে থাকছেন না বেন স্টোকস ও জোফ্রা আর্চার। সূত্রের খবর, ইংল্য়ান্ডের ২ তারকা ক্রিকেটার এবার নামই দেননি নিলামে। তালিকায় আরও রয়েছে স্য়াম কারান ও ক্রিস ওকসও। স্টোকস এবং ওকস ২ জনই সদ্য শেষ হওয়া অ্যাশেজে ইংল্যান্ড দলের অংশ ছিলেন। অ্যাশেজের আগে এবারের আইপিএলে নিলামে নাম দিতে চেয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। কিন্তু অ্যাশেজে এভাবে খারাপ পারফরম্যান্সের পর নিজের সিদ্ধান্তের বদল ঘটিয়েছেন রুট। তিনিও আইপিএলের নিলামে নাম না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অস্ট্রেলিয়ার ২ তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার ও প্যাট কামিন্সও এবার নিলামে নাম দেবেন বলেই সূত্রের খবর।
আগামী আইপিএলে নিলামে অংশ নেওয়ার জন্য নাম লিখিয়েছেন মোট ১২১৪ জন ক্রিকেটার। এদের মধ্যে ৮৯৬ জন ভারতীয় এবং ৩১৮ জন বিদেশি। মোট ৪১ জন ক্রিকেটার রয়েছেন আইসিসির অ্যাসোসিয়েট দেশের সদস্য। ৮৯৬ ভারতীয়র মধ্যে জাতীয় দলে খেলেছেন ৬১ জন। বিদেশিদের মধ্যে জাতীয় দলে খেলেছেন ২০৯ জন। ভারতের আনক্যাপড ক্রিকেটারদের মধ্যে ১৪৩ জন আগে আইপিএলে খেলেছেন। আনক্যাপড বিদেশিদের মধ্যে আগে আইপিএলে খেলেছেন ৬ জন।
এই বিরাট তালিকা থেকে ছাঁটাই করে বিসিসিআই ছোট একটি তালিকা তৈরি করবে। সেই তালিকা ধরেই আগামী মাসে বেঙ্গালুরুতে নিলামের (IPL Auction) আসর বসবে। নিলামে নামার আগে সবচেয়ে বেশি অর্থ থাকছে পাঞ্জাব কিংসের হাতে। তারা নামবে ৭২ কোটি টাকা নিয়ে। ৬৮ কোটি টাকা নিয়ে নিলামে নামছে সানরাইজার্স হায়দরাবাদ। রাজস্থান রয়্যালস নামছে ৬২ কোটি টাকা নিয়ে। লখনউ দলের হাতে রয়েছে ৫৮ কোটি টাকা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হাতে আছে ৫৭ কোটি টাকা। ৫২ কোটি টাকা নিয়ে নিলামে নামবে আমদাবাদ ফ্র্যাঞ্চাইজি। কেকেআর, চেন্নাই এবং মুম্বইয়ের হাতে আছে ৪৮ কোটি টাকা করে। দিল্লির হাতে আছে ৪৭.৫ কোটি টাকা।