England New Test Captain: ইংল্যান্ডের টেস্ট দলের নতুন অধিনায়ক বেন স্টোকস
Ben strokes Became Test Captain: ইংল্যান্ডের টেস্ট দলের সহ অধিনায়ক ছিলেন তিনি। এছাড়াও তিন ফর্ম্যাটেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ব্রিটিশ অলরাউন্ডার। এদিনই স্টোকসের নাম ঘোষণা করা হয়েছে।
লন্ডন: ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক বেন স্টোকস। কিছুদিন আগেই টেস্ট দলের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন জো রুট। এবার তাঁর পরিবর্তে অধিনায়ক হলেন ব্রিটিশ অলরাউন্ডার। উল্লেখ্য, পাঁচ বছর দায়িত্ব সামলানোর পর ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন স্টোকস।
দেশের ৮১তম টেস্ট অধিনায়ক
ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট দলের ৮১তম অধিনায়ক বেন স্টোকস। প্রথম একাদশে সবসময়ই অটোমেটিক চয়েস স্টোকস (Ben Stokes)। ইংল্য়ান্ডের (England) ক্রিকেট দলের নতুন ম্যানেজিং ডিরেক্টর রব কি স্টোকসের নাম পাঠিয়েছিলেন অধিনায়কের পদের জন্য। এদিন ইসিবির তরফে স্টোকসকেই বেছে নেওয়া হয়েছে ইংল্য়ান্ডের টেস্ট দলের অধিনায়ক হিসেবে। এর আগে রুট যখন অধিনায়ক ছিলেন, তখন টেস্ট স্কোয়াডের সহ অধিনায়কের দায়িত্ব সামলেছেন স্টোকস।
স্টোকসকে নিয়ে বার্তা
ইংল্যান্ড ক্রিকেট দলের ম্যানেজিং ডিরেক্টর রব কি এক বিবৃতিতে বলেছেন, ''আমাদের মনে কোনও সন্দেহ নেই যে এই দায়িত্বের জন্য স্টোকস একদম সঠিক ব্যক্তি। আমরা ভীষণ খুশি যে স্টোকস এই দায়িত্ব পালনের জন্য রাজি হয়েছে। লাল বলের ক্রিকেটে জাতীয় দলকে আগামীতে আরও অনেক উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে স্টোকস। ও এই দায়িত্ব পাওয়ার জন্য একেবারে যোগ্য ব্যক্তি।''
আরো পড়ুন: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে নবান্নে যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়