এক্সপ্লোর
শূণ্য রানে ৬ উইকেট, অনন্য কীর্তি বাংলার এই ক্রিকেটারের
1/9

কলকাতা: শূন্য রানে ৬ উইকেট৷ বিরল স্পেল বাঙালি অফ স্পিনার ঋত্বিক চট্টোপাধ্যায়ের৷ সিএবির প্রথম ডিভিশনের ম্যাচে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে বল করে কোনও রান না দিয়ে নিলেন ৬ টি উইকেট৷ তাঁর ভয়ঙ্কর বোলিংয়ে ভর করেই মহমেডানকে ২৫৩ রানে হারাল ভবানীপুর ক্লাব৷ ২ ওভার ২ বল করে নিয়েছেন ৬ টি উইকেট৷ কোনও রান দেননি৷ এর চেয়ে ভাল স্পেল আর কিই বা হতে পারে? বলছেন ঋত্বিক৷ দেশের হয়ে খেলাই তাঁর স্বপ্ন৷
2/9

Published at : 09 Apr 2016 10:12 PM (IST)
View More






















