India vs Pakistan : 'অপারেশন সিঁদুর চলছে', মহিলা বিশ্বকাপেও পাক-বধের পর পোস্ট বিজেপির, "নিখুঁত স্ট্রাইক", লিখলেন শাহ
Indian Cricket Team : মহিলাদের বিশ্বকাপে পাকিস্তানকে ৮৮ রানে দুরমুশ করল হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন দল।

মহিলাদের বিশ্বকাপেও পাকিস্তান-বধ ! পুরুষদের এশিয়া কাপে সদ্য পাকিস্তানকে তিনবারের সাক্ষাতে তিনবার হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন সূর্যকুমার যাদবরা। ফাইনালেও পাকিস্তানকেই হারিয়ে ট্রফি জয়। যে ট্রফি ভারতকে এখনও না দেওয়া নিয়ে জলঘোলা চলছে। তার মাঝেই মহিলাদের বিশ্বকাপে পাকিস্তানকে ৮৮ রানে দুরমুশ করল হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন দল। আর এজন্য এবার টিম ইন্ডিয়াকে প্রশংসায় ভরিয়ে দিল বিজেপি। বলল, 'অপারেশন সিঁদুর' চলছে। এক্স হ্যান্ডেলে বিজেপি পোস্ট করেছে, ১৩-০! পাকিস্তানের বিরুদ্ধে একদিনের বিশ্বকাপে ভারতের নিখুঁত রেকর্ড জারি। #অপারেশন সিঁদুর চলছে। ভারত জয়ী। এখন এবং সর্বদা।
𝟏𝟑-𝟎!
— BJP (@BJP4India) October 5, 2025
India’s perfect record against Pakistan at ODI World Cups continues. #OperationSindoor continues.
India wins. Now and always. 🏆 pic.twitter.com/3FLiG5wKor
এর আগে, পাকিস্তানের মহিলা দলের বিরুদ্ধে ভারতের জয়কে "নিখুঁত স্ট্রাইক" বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স হ্যান্ডেলে শাহ লেখেন, "আইসিসি মহিলা বিশ্বকাপে আজকের ম্যাচে আমাদের মহিলা ক্রিকেট দল ভারতের ক্রিকেট শক্তির এক অসাধারণ প্রদর্শনী করেছে। দেশ আমাদের দলের জন্য গর্বিত। তোমাদের আসন্ন ম্যাচগুলির জন্য শুভকামনা।"
A perfect strike.
— Amit Shah (@AmitShah) October 5, 2025
Dominating display of India's cricketing might by our Women's Cricket team in today's match in the ICC Women's World Cup.
Nation is proud of our team. Best wishes for your upcoming matches.#CWC25 pic.twitter.com/HRZP9GxqTv
ম্যাচে টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ভারত তোলে ২৪৭ রান। ২৪৮ তাড়া করতে নেমে ৪৩ ওভারে ১৫৯ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। ৮৮ রানে ম্যাচ জেতে ভারত। ভারতের হয়ে ৩টি করে উইকেট নেন ক্রান্তি গৌড় ও দীপ্তি শর্মা।
মহিলাদের বিশ্বকাপে কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে বড় রান তোলে ভারত। ৫০ ওভারে ২৪৭ রানে শেষ হয় ভারতের ইনিংস। ভারতের হয়ে সর্বোচ্চ স্কোর হারলিন দেওলের। ৪৬ রান করেন তিনি। ৬৫ বল খেলে। তবে একটা সময় মনে হচ্ছিল ভারতের ইনিংস ২১৫-২২০ রানের ভেতরেই সীমাবদ্ধ থাকবে। সেখান থেকেই প্রায় আড়াইশো ছুঁই ছুঁই স্কোর করল ভারত। সৌজন্যে এক বঙ্গকন্যা। রিচা ঘোষ। ২০ বলে ৩৫ রান করে অপরাজিত রইলেন রিচা।
তবে উইকেটের পিছনে গ্লাভস হাতে পারফরম্যান্স উদ্বেগে রাখবে রিচাকে। কারণ, রবিবার তিনি চার-চারটি ক্যাচ ফেলেন। প্রবল সমালোচনাও শুরু হয়েছে বঙ্গ উইকেটকিপারের।





















