এক্সপ্লোর
৮৬৭ ওভারের পর টেস্টে প্রথম নো-বল করলেন এই বোলার, ক্যাচ তুলেও রক্ষা ব্যাটসম্যানের
সার্বিক পারফরম্যান্সে ভর করে ইংল্যান্ড সদ্যসমাপ্ত অ্যাসেজ সিরিজের শেষ টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে। ফলে এবারের অ্যাসেজ জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছে অস্ট্রেলিয়ার। যদিও আগের টেস্টে জিতে অ্যাসেজ নিজেদের দখলে রেখেছে অস্ট্রেলিয়া।
![৮৬৭ ওভারের পর টেস্টে প্রথম নো-বল করলেন এই বোলার, ক্যাচ তুলেও রক্ষা ব্যাটসম্যানের Bowler delivers first no ball after 867 overs of Test career ৮৬৭ ওভারের পর টেস্টে প্রথম নো-বল করলেন এই বোলার, ক্যাচ তুলেও রক্ষা ব্যাটসম্যানের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/09/16163745/FotoJet7.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লন্ডন: সার্বিক পারফরম্যান্সে ভর করে ইংল্যান্ড সদ্যসমাপ্ত অ্যাসেজ সিরিজের শেষ টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে। ফলে এবারের অ্যাসেজ জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছে অস্ট্রেলিয়ার। যদিও আগের টেস্টে জিতে অ্যাসেজ নিজেদের দখলে রেখেছে অস্ট্রেলিয়া। ওভালে শেষ টেস্টের চতুর্থ দিন নজরকাড়া পারফর্ম করে ইংল্যান্ড। সিরিজে ৩-১ জিততে অস্ট্রেলিয়ার সামনে তারা জয়ের জন্য ৩৯৯ রানের লক্ষ্য রাখে, যা খুবই কঠিন ছিল। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয়নি। স্টুয়ার্ড ব্রড মারকাস হ্যারিংস ও ডেভিড ওয়ার্নারকে আউট করেন। স্টিভ স্মিথও উইকেটে থিতু হতে পারেননি। ফলে ৮৫ রানে চার উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। কিন্তু ম্যাথু ওয়েড মিচেল মার্শকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে ৫২ রান যোগ করেন।
তবে এই পার্টনারশিপ শুরুতেই ভেঙে যেতে পারত। ৩১ তম ওভারে ক্রিস ওকসের দ্বিতীয় বল মার্শের ব্যাটের কানায় লাগে। ওকসের ওই লেংথ বল সামান্য সুইং করে মার্শের ব্যাটের কানায় লাগে। রোরি বার্নস বামদিকে ঝাঁপিয়ে ক্যাচ ধরেন। কিন্তু আম্পায়ার নো বল ডাকেন। দেখা যায়, ওভার স্টেপ করেছেন ওকস। টেস্ট কেরিয়ারে এটাই প্রথম নো বল তাঁর। ৮৬৭ ওভার বোলিং করার পর এটাই ছিল তাঁর প্রথম নো বল।
তবে এর খুব বেশি মাশুল ইংল্যান্ডকে দিতে হয়নি। ব্রডের সঙ্গে জ্যাক লিচের বোলিংয়ে ভর করে ইংল্যান্ড ১৩৫ রানে ম্যাচ জিতে যায়।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)