এক্সপ্লোর
Advertisement
‘ক্রিকেটের ব্রাজিল’, কোন দেশকে নিয়ে এ কথা বললেন আক্রম?
ডিন জোন্সের সাক্ষাৎকার নেওয়ার সময় এই প্রাক্তন বাঁ হাতি পেসার বলেন, ‘আমাদের দেশে আনকোরা প্রতিভা আছে। আমাদের দেশ ক্রিকেটের ব্রাজিল।’
নয়াদিল্লি: নিজের দেশ পাকিস্তানকে ‘ক্রিকেটের ব্রাজিল’ বলে উল্লেখ করলেন ওয়াসিম আক্রম। নিজের ইউটিউব চ্যানেলে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডিন জোন্সের সাক্ষাৎকার নেওয়ার সময় এই প্রাক্তন বাঁ হাতি পেসার বলেন, ‘আমাদের দেশে আনকোরা প্রতিভা আছে। আমাদের দেশ ক্রিকেটের ব্রাজিল।’
এই সাক্ষাৎকারে জোন্স বলেন, ‘তোমাদের দেশ প্রতিভার কারখানা। অস্ট্রেলিয়ায় আমরা বলতাম, পাকিস্তানে এত প্রতিভা আছে, ওদের শুধু সেই প্রতিভা কাজে লাগাতে হবে। পাকিস্তানের ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেটে বিভিন্নরকম টেকনিকের আবির্ভাব ঘটিয়েছে। তুমি, ওয়াকার (ইউনিস), শোয়েবের (আখতার) মতো ফাস্ট বোলার, আবদু (কাদির), মুশি (মুস্তাক আহমেদ) মতো বোলার ছিল পাকিস্তান দলে। এখনও ভাল ভাল বোলার আছে।’
জোন্স আরও বলেছেন, ‘পাকিস্তানের ডিএনএ-তে বরাবরই ক্রিকেট আছে। পাকিস্তান দীর্ঘদিন ধরেই ভাল খেলছিল। কিন্তু আশির দশকের শেষদিকে ইমরান (খান) দায়িত্ব নেওয়ার পর পাকিস্তান অসামান্য সাফল্য পায়। (১৯৯২ সালের বিশ্বকাপ ফাইনালে) এমসিজি-তে এক লক্ষ দর্শকের সামনে তোমরা যেভাবে ইংল্যান্ডকে পর্যুদস্ত করলে, সেটা ছিল অসাধারণ।’
এ কথা শুনে আক্রম বলেন, ‘দেশের মাটিতে অস্ট্রেলিয়া ফাইনালে খেলবে আশা করেই টিকিট কেটে রেখেছিলেন স্থানীয়রা। কিন্তু শেষপর্যন্ত সেটা হয়নি। অস্ট্রেলিয়া ফাইনালে না উঠলেও, স্থানীয়রা পাকিস্তানকে সমর্থন করেন। কারণ, প্রতিপক্ষ দল ছিল ইংল্যান্ড।’
অস্ট্রেলিয়ার হয়ে ৫২টি টেস্ট ও ১৬৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা জোন্স পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের কোচ হিসেবে কাজ করেছেন। তিনি সামনে থেকে পাকিস্তানের ক্রিকেটারদের দেখেছেন। সেই কারণেই তাঁদের প্রতিভাবান বলে উল্লেখ করেছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement