এক্সপ্লোর
Advertisement
টার্কিশ ওয়েব সিরিজে কোহলি! ট্যুইটারে ছবি ফাঁস করলেন মহম্মদ আমির?
করোনা পরিস্থিতিতে বন্ধ রয়েছে গোটা বিশ্বের ক্রীড়া দুনিয়া। তাই তুর্কি টিভি সিরিজে অভিনয় করছেন বিরাট কোহলি? অবিকল বিরাট কোহলির মতো দেখতে অভিনেতার ছবি ট্যুইট করলেন পাকিস্তানি পেসার মহম্মদ আমির।
নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে বন্ধ রয়েছে গোটা বিশ্বের ক্রীড়া দুনিয়া। তাই তুর্কি টিভি সিরিজে অভিনয় করছেন বিরাট কোহলি? অবিকল বিরাট কোহলির মতো দেখতে অভিনেতার ছবি ট্যুইট করলেন পাকিস্তানি পেসার মহম্মদ আমির।
লকডাউনের জেরে বন্ধ রয়েছে সমস্ত পৃথিবীর ক্রীড়া দুনিয়া। তাই ক্রিকেট থেকে শুরু করে ঘরবন্দি হয়ে রয়েছেন সমস্ত ক্রীড়া তারকারা। শরীরচর্চা, ঘরের কাজ ছাড়া এখন প্রায় সবার কাছেই সময় কাটানোর বড় মাধ্যম ওটিটি প্ল্যাটফর্মগুলি। সাধারণ মানুষ থেকে শুরু করে ক্রিকেট দুনিয়ার তারকরাও সময় কাটাচ্ছেন অনলাইনে ওয়েব সিরিজ বা সিনেমা দেখে। সেই স্রোতে গা ভাসিয়েই জনপ্রিয় তুর্কি ওয়েব সিরিজ 'ডিরিলিস এরথুরোল গাজি' দেখছিলেন মহম্মদ আমির। সেই সিরিজের কেন্দ্রীয় চরিত্রকে দেখে অবাক মহম্মদ আমির! এরথুরোল গাজির ভূমিকায় যে অভিনেতা অভিনয় করছেন তাঁকে দেখতে অবিকল ভারতীয় ক্রিকেট দলের অধিনায় বিরাট কোহলির মতো!
এরথুরোল গাজির চরিত্রের সেই ছবি ট্যুইটারে শেয়ার করেন মহম্মদ আমির। বিরাটকে ট্যাগ করে মজা করে তিনি লেখেন, ব্রাদার(ভাই) এটা কি তুমি? আমি বিভ্রান্ত!
ডিরিলিস এরথুরোল গাজি' ওয়েব সিরিজে এরথুরোল গাজির ভূমিকায় অভিনয় করেছেন কাভিড চিটিন গিনার নামে এক টার্কি অভিনেতা। ওয়েব সিরিজটি মুক্তি পেয়েছিল ২০১৪ সালে। এরথুরোল গাজির জীবনী ও সাহসিকতার কাহিনী নিয়েই তৈরী হয়েছে এই সিরিজ। এরথুরোল গাজির ভূমিকায় অভিনয়ের জন্য প্রশংসা পেয়েছিলেন কাভিড চিটিন গিনার। এই টার্কি অভিনেতার ইনস্টাগ্রামের ছবি দেখলেই দেখা যাবে, তাঁকে সত্যিই অনেকটাই ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির মতো দেখতে।
লকডাউনে আপাতত নিজের মুম্বইয়ের বাড়িতে পরিবার ও স্ত্রী বলি অনুষ্কা শর্মার সঙ্গে সময় কাটাচ্ছেন বিরাট।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement