এক্সপ্লোর
Advertisement
হনুমার শতরানের পর বুমরাহর হ্যাটট্রিক, দ্বিতীয় দিনের শেষে কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ
টেস্টে ভারতের তৃতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন বুমরাহ।
কিংস্টন: ব্যাট হাতে হনুমা বিহারী ও ইশান্ত শর্মার দুর্দান্ত লড়াইয়ের পর বল হাতে জসপ্রীত বুমরাহর অসাধারণ পারফরম্যান্সের সুবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে ভারতীয় দল। প্রথম ইনিংসে ভারতের ৪১৬ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজের রান ৭ উইকেটে ৮৭। বুমরাহ এখনও পর্যন্ত ১৬ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন। বাংলার পেসার মহম্মদ শামি একটি উইকেট নিয়েছেন।
টেস্টে ভারতের তৃতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন বুমরাহ। তিনি ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের নবম ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ওভারে যথাক্রমে ড্যারেন ব্র্যাভো (৪), শামারা ব্রুকস (০) ও রস্টন চেসকে (০) ফিরিয়ে দেন। এছাড়া ক্রেগ ব্রেথওয়েট (১০), জন ক্যাম্পবেল (২) ও জেসন হোল্ডারকেও (১৮) ফিরিয়ে দেন বুমরাহ। এখনও পর্যন্ত ক্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ রান করা শিমরন হেটমায়ারকে (৩৪) ফিরিয়ে দেন শামি। ভারতীয় দল এখন ৩২৯ রানে এগিয়ে। বিরাট কোহলিদের ইনিংসে জয়ের সম্ভাবনা উজ্জ্বল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement