CAB Probable Players List: মনোজকে রেখেই ফিটনেস ক্যাম্পের দল ঘোষণা বাংলার
মনোজ গত বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের টিকিটে হাওড়ার শিবপুর কেন্দ্র থেকে লড়াই করেছিলেন। বিপুল ভোটে জিতে তিনি যে শুধু বিধায়কই হয়েছেন তাই নয়, রাজ্যের ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রীও হয়েছেন।
কলকাতা: জল্পনা চলছিলই। শেষ পর্যন্ত সেই জল্পনাতেই সিলমোহর দিল সিএবি। সোমবার বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা আগামী মরসুমের জন্য একটি ফিটনেস ক্যাম্প করার কথা ঘোষণা করল। এবং প্রাক মরসুম সেই ফিটনেস ক্যাম্পের জন্য ৩৯ জন ক্রিকেটারের নাম ঘোষণা করল সিএবি। যে তালিকায় রয়েছে মনোজ তিওয়ারির নাম।
মনোজ গত বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের টিকিটে হাওড়ার শিবপুর কেন্দ্র থেকে লড়াই করেছিলেন। বিপুল ভোটে জিতে তিনি যে শুধু বিধায়কই হয়েছেন তাই নয়, রাজ্যের ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রীও হয়েছেন।
মনোজের এক সময়কার ঘনিষ্ঠ বন্ধু অশোক দিন্দাও বিধায়ক হয়েছেন। বিজেপির টিকিটে ময়না কেন্দ্র থেকে জিতেছেন তিনি। তবে দিন্দা গত মরসুমে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। মনোজ সক্রিয় রাজনীতিতে আসার পর বা বিধায়ক হিসাবে নিজের নতুন ইনিংস শুরু করার পরেও ক্রিকেট ছাড়া নিয়ে কিছু বলেননি। বরং এই প্রশ্নে জানিয়েছিলেন যে, তিনি মোটেও অবসর নেননি। মনোজ এ-ও বলেছিলেন যে, অবসর নেওয়ার হলে জানিয়েই দিতেন।
তারপর থেকেই জল্পনা শুরু হয় যে, মনোজকে কি আগামী মরসুমের বাংলা দলে দেখা যাবে? সোমবার তাঁকে রেখেই ফিটনেস ক্যাম্পের দল ঘোষণা করল বাংলা। যা ফের ঘরোয়া ক্রিকেটের ময়দানে মনোজের ব্যাট-প্যাড-গ্লাভস সহ নেমে পড়ার মঞ্চ তৈরি করে দিল।
ফিটনেস ক্যাম্পের দলে ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামিদের প্রত্যাশামতোই রাখা হয়েছে। ২৩ জুলাই থেকে শুরু হবে ফিটনেস ক্যাম্প।
ফিটনেস ক্যাম্পের জন্য ঘোষিত বাংলা দল: অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ ঘরামি, অভিষেক রামন, অভিষেক দাস, বিবেক সিংহ, অঙ্কুর পাল, অনুষ্টুপ মজুমদার, মনোজ তিওয়ারি, কাজি জুনেইদ সইফি, সুদীপ চট্টোপাধ্যায়, কাইফ আমেদ, ঋত্ত্বিক রায়চৌধুরী, রণজ্যোৎ সিংহ খইরা, সুমন্ত গুপ্ত, ঋদ্ধিমান সাহা, অগ্নিভ পান, শুভঙ্কর বল, অভিষেক পোড়েল, শ্রীবৎস গোস্বামী, শাহবাজ আমেদ, কর্ণ লাল, ঋত্ত্বিক চট্টোপাধ্যায়, প্রভাত মৌর্য, অর্ণব নন্দী, ঈশান পোড়েল, মহম্মদ শামি, আকাশ দীপ, মুকেশ কুমার, গীত পুরী, মহম্মদ কাইফ, গোলাম মোস্তাফা, দেবপ্রতিম হালদার, সায়ন ঘোষ, সৌম্যদীপ মণ্ডল, প্রদীপ্ত প্রামাণিক, সুজিত কুমার যাদব, প্রয়াস রায় বর্মণ, শ্রেয়াণ চক্রবর্তী ও অঙ্কিত মিশ্র।