এক্সপ্লোর
Advertisement
নয়াদিল্লিতে দূষণের জের, বাংলা-গুজরাত প্রথম দিনের খেলা বাতিল
নয়াদিল্লি: দীপাবলিতে ব্যাপক আতসবাজি পোড়ানোর ফলে সৃষ্টি হওয়া দূষণের জেরে আজ নয়াদিল্লিতে রঞ্জি ট্রফির দুটি ম্যাচের প্রথম দিনের খেলা বাতিল হয়ে গেল। ফিরোজ শাহ কোটলায় বাংলা-গুজরাত এবং কার্নাইল সিংহ স্টেডিয়ামে ত্রিপুরা-হায়দরাবাদের খেলা সম্ভব হল না। সরকারিভাবে কম আলোর জন্য খেলা না হওয়ার কথা বলা হলেও, আসলে খেলোয়াড়দের চোখ জ্বালা করছিল এবং শ্বাসকষ্ট হচ্ছিল। সেই কারণেই খেলা শুরু করার ঝুঁকি নেননি আম্পায়াররা।
গত কয়েকদিনের মতো আজও সকাল থেকেই নয়াদিল্লির বাতাস ছিল দূষিত। খেলা শুরু করার মতো উপযুক্ত আলোও ছিল না। দুপুরে আলোর উন্নতি হয়। বাংলার অধিনায়ক মনোজ তিওয়ার এবং গুজরাতের অধিনায়ক পার্থিব পটেল টস করতেও গিয়েছিলেন। কিন্তু ম্যাচ রেফারি পি রঙ্গনাথন এবং দুই আম্পায়ার বীরেন্দ্র শর্মা ও কৃষ্ণমাচারি ভারতন তাঁদের টস করতে দেননি। বিকেল চারটেয় শেষবার মাঠ পরিদর্শন করার পরে এদিনের মতো খেলা বাতিল করার কথা জানিয়ে দেন।
বাংলার কোচ সাইরাজ বাহুতুলে বলেছেন, খেলোয়াড়দের চোখ জ্বালা করছিল। মাঠে থাকতে পারছিলেন না তাঁরা। বাংলার বোলিং কোচ রণদেব বসু দূষণের হাত থেকে বাঁচতে মাস্ক পরতে বাধ্য হন।
দিল্লি ক্রিকেট সংস্থার এক কর্তা বলেছেন, পরিস্থিতি এতটাই খারাপ যে মাঠে এক ঘণ্টা থাকলেই দূষিত বাতাসের ফলে ফুসফুস ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকছে। আগামী কয়েকদিনে দূষণ কমার সম্ভাবনা দেখা যাচ্ছে না। ফলে রঞ্জি ম্যাচ আদৌ হবে কি না সে বিষয়েই সংশয় দেখা দিয়েছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
জেলার
Advertisement