এক্সপ্লোর
ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে তামিমের ক্যাচ-বিতর্ক

নয়াদিল্লি: চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ইংল্যান্ড বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। এই ম্যাচে তামিম ইকবালের নেওয়া একটি ক্যাচ ঘিরে বিতর্ক দেখা দেয়। এর আগে ব্যাট হাতে অসাধারণ ১২৮ রানের ইনিংস খেলে দলের রান ৩০০ পার করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নেন বাংলাদেশের তামিম। ইংল্যান্ডের ইনিংসের সময় তাদের অধিনায়ক ইওন মর্গ্যানের একটি ক্যাচ ধরেন তামিম। মর্গ্যানের রান তখন ২২। প্রথমে দেখে মনে হচ্ছিল তামিম একটা দুর্দান্ত ক্যাচ ধরেছেন। কিন্তু পরে ভিডিও রিপ্লেতে দেখা যায়, তামিম যখন ওই কঠিন ক্যাচ ধরার চেষ্টা করছিলেন, তখন তাঁর হাতে আসার আগে বল মাটি ছুঁয়েছে। তামিম বারবারই ইঙ্গিত দিচ্ছেলেন যে, ক্যাচটি পরিষ্কার নিয়েছেন। মর্গ্যান তখনও ক্রিজে দাঁড়িয়ে। এই অবস্থায় সিদ্ধান্ত নেওয়ার ভার গেল থার্ড আম্পায়ারের কাছে। এরপর মাঠের বোর্ডে ফুটে উঠল- নট আউট।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















