এক্সপ্লোর
Advertisement
চেসের সেঞ্চুরি, হোল্ডারের দৃঢ়তায় কিংস্টনে জয় পেল না ভারত
কিংস্টন: ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পর পর দুটি টেস্ট জেতার রেকর্ডের সুযোগ হাতছাড়া করল ভারত। সাবাইনা পার্কে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট অমীমাংসিতভাবেই শেষ হল। পঞ্চম দিনে কার্যত অসম্ভবকে সম্ভব করল অখ্যাত ক্যারিবিয়ান অলরাউন্ডার রসটন চেসের অপরাজিত ১৩৭ রান। এই ইনিংসটাই আটকে দিল ভারতের জয়। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন অধিনায়ক জেসন হোল্ডার। ৬৪ রান করে অপরাজিত থাকলেন তিনি। অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিতে চেস ও হোল্ডার ১০৩ রান করে ভারতের আশায় জল ঢেলে দেন।
জয়ের জন্য শেষ দিন ভারতের দরকার ছিল ৬টি উইকেট, সেখানে ভারতের বোলারেরা ৮৮.১ ওভার বল করে সারা দিনে ফেলতে পারলেন না ২টির বেশি উইকেট।টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস ৫০০/৯ ডিক্লেয়ারের জবাবে বৃষ্টিবিঘ্নিত চতুর্থ দিনের শেষে ৪ উইকেটে ৪৮ থেকে পঞ্চম দিন ৬ উইকেটে ৩৮৮ রানে ম্যাচ শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচে ৫ উইকেট ও অপরাজিত ১৩৭ রান করে ম্যাচের সেরা হলেন রসটন চেস।
২২৯ বলে ১৩৭ রানের মাটি কামড়ে পড়ে থাকা ইনিংসটি খেলেছেন চেস।
২৪ বছরের এই ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স, কোলি স্মিথ ও ডেনিস অ্যাটকিনসনের পর তৃতীয় ক্যারিবিয়ান ক্রিকেটার হিসেবে একই টেস্টে সেঞ্চুরি ও পাঁচ উইকেট দখলের কৃতিত্ব অর্জন করলেন।
উল্লেখ্য, অ্যান্টিগায় প্রথম টেস্ট জিতে ভারত সিরিজে ১-০ এগিয়ে রয়েছে। তৃতীয় টেস্ট শুরু হবে ৯ আগস্ট।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement