এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স: সুনীল ছেত্রীর গোলে ৬৪ বছর পর মায়ানমারকে তাদের দেশে হারাল ভারত
ইয়াঙ্গন: ৬৪ বছর পর ফুটবল মাঠে মায়ানমারকে তাদেরই মাটিতে হারল ভারত। সুনীল ছেত্রীর একমাত্র গোলে মঙ্গলবার মায়ানমারকে হারিয়ে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা-পর্ব জয় দিয়ে শুরু করল ভারত।
শেষবার মায়ানমারে তেরঙা উড়েছিল ১৯৫৩ সালের অক্টোবর মাসে। সেবার একটি চার-দেশীয় প্রতিযোগিতায় মায়ানমারকে ৪-২ গোলে হারিয়েছিল ভারত। ম্যাচটি হয়েছিল রেঙ্গুনে (অধূনা ইয়াঙ্গন)। শেষবার ২০১৩ সালের মার্চ মাসে ২০১৪ এএফসি চ্যালেঞ্জ কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচে ভারতকে ১-০ গোলে হারায় মায়ানমার।
এদিন ম্যাচের প্রায় শেষ লগ্নে অধিনায়ক সুনীল ছেত্রী গোল করেন। তবে ম্যাচ ভারত জিতলেও, আগাগোড়া প্রাধান্য দেখিয়ে গিয়েছে মায়ানমারই। এক সময় ভারতের গোলে মুহূর্মুহূ আক্রমণ শানিয়েছে মায়ানমারের দল। এমনকী, ম্যাচের পর ভারতের জাতীয় দলের কোচ স্টিভেন কনস্টানটাইনও সেকথা স্বীকার করে নিয়েছেন।
‘এ’ গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে মায়ানমার। হোম-অ্যাওয়ে ভিত্তিতে প্রত্যেক গ্রুপের প্রত্যেক দল একে অপরের সঙ্গে খেলবে। ভারতের পরবর্তী ম্যাচ আগামী ১৩ জুন কিরঘিজস্তানের বিরুদ্ধে। গ্রুপের চতুর্থ দল মাকাও। প্রত্যেক গ্রুপ থেকে ২টি করে দল ২০১৯ সালের এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।