Chirag-Satwiksairaj: ইন্দোনেশিয়া ওপেন জিতেই ব়্যাঙ্কিংয়ে কেরিয়ার সেরা তিনে সাত্ত্বিক-চিরাগ জুটি
Badminton Rankings:কিদাম্বি শ্রীকান্তও তিন ধাপ এগিয়ে বিশ্বব়্যাঙ্কিংয়s পুরুষদের সিঙ্গলস বিভাগে ১৯ নম্বরে রয়েছেন। এগিয়েছেন সিন্ধুও।
নয়াদিল্লি: ইন্দোনেশিয়া ওপেন জিতে ইতিহাস গড়েছেন চিরাগ শেট্টি (Chirag Shetty) ও সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি (Satwiksairaj Rankireddy)। প্রথম ভারতীয় হিসাবে সুপার ১০০০ জিতেছেন ভারতীয় শাটলাররা। এবার তাঁর সুফলও পেলেন সাত্ত্বিক ও চিরাগ। সদ্য প্রকাশিত ব্যাডমিন্টন ব়্যাঙ্কিংয়ে কেরিয়ার সেরা তিন নম্বরে উঠে এলেন ভারতীয় তারকা জুটি।
ইন্দোনেশিয়া ওপেনের ফাইনালে মালয়েশিয়ার অ্যারন চিয়া, উই ইয়ক শো জুটিকে স্ট্রেট গেমে পরাজিত করে ভারতীয় তারকা জুটি। বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে ভারতীয় তারকারা ফাইনালে ২১-১৭, ২১-১৮ স্কোরলাইনে জেতে। এই টুর্নামেন্ট জিতে প্রথম ভারতীয় জুটি হিসাবে সুপার ১০০০ জেতার পাশাপাশি সাত্ত্বিক ও চিরাগ সুপার ১০০, সুপার ৩০০, সুপার ৫০০ ও সুপার ৭৫০ও জিতে ইতিহাস গড়েছেন। গোটা বছর জুড়েই দুর্দান্ত ফর্মে রয়েছেন সাত্ত্বিক-চিরাগ। এ বছরেই ভারতীয় তারকারা দু'টি ওয়ার্ল্ড ট্যুর খেতাব, স্যুইস ওপেন এবং ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন। এই দুরন্ত ফর্মই তাঁদের ব়্যাঙ্কিংয়ে তিনে উঠতে সাহায্য করল।
পুরুষদের সিঙ্গেলসে কিদাম্বি শ্রীকান্তও তিন ধাপ এগিয়ে বিশ্বব়্যাঙ্কিংয়ে প্রথম ২০-র মধ্যে প্রবেশ করলেন। নতুন ব়্যাঙ্কিং অনুযায়ী শ্রীকান্ত আপাতত পুরুষদের সিঙ্গলস বিভাগে ১৯ নম্বরে রয়েছেন। আরেক ভারতীয় লক্ষ্য সেনও ব়্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন। তিনি শ্রীকান্তের ঠিক আগেই ১৮ নম্বরে রয়েছেন। তবে এই বিভাগে শীর্ষে রয়েছেন এইচএস প্রণয়। বিশ্বের এক নম্বর ভিক্টর অ্যাক্সেলসেনের বিরুদ্ধে সেমিফাইনালে পরাজিত হলেও, তিনি প্রথম দশেই রয়েছেন। প্রণয়ের ব়্যাঙ্কিং নয়। অপরদিকে, উঠতি ভারতীয় শাটলার প্রিয়াংশু রাজাওয়াত চার ধাপ এগিয়ে কেরিয়ার সেরা ৩০ নম্বরে উঠে এসেছেন।
মহিলাদের ব়্যাঙ্কিংয়ে পিভি সিন্ধুও (PV Sindhu) ব়্যাঙ্কিংয়ে কয়েক ধাপ এগোলেন। তিনি আপাতত ১২ নম্বরে রয়েছেন। সাইনা নেহওয়াল আপাতত বেশ খানিকটা পিছিয়ে বিশ্বের ৩১ নম্বর মহিলা সিঙ্গেলস শাটলার। মহিলাদের ডাবলসের ক্ষেত্রে টেরেসা জলি ও গায়েত্রী গোপীচাঁদ নিজেদের ১৬ নম্বর ব়্যাঙ্কিংয় ধরে রেখেছেন। অশ্বিনী ভট্ট এবং শিখা গৌতম দুই ধাপ পিছিয়ে আপাতত ৪১ নম্বরে রয়েছে। মিক্সড ডাবলসের ক্ষেত্রে রোহন কপূর ও সিক্কি রেড্ডি দুই ধাপ এগিয়ে আপাতত ৩৩ নম্বরে রয়েছেন। তনিশা কাস্ত্রো ও ঈশান ভাটনাগর একধাপ পিছিয়ে ৩৮ রয়েছেন।
এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: লেখার দক্ষতা বাড়াতে কোন কোন দিকে খেয়াল রাখতে হবে?