এক্সপ্লোর
Advertisement
সন্তানদের চেয়ে কোনও কিছুই বেশি গুরুত্বপূর্ণ নয়, আইপিএল থেকে সরে যাওয়া প্রসঙ্গে মন্তব্য রায়নার
দেশে ফিরে এখন পরিবারের সঙ্গে দিল্লিতে হোম কোয়ারেন্টিনে রায়না।
নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে মেয়ে গ্রেসিয়া ও ছেলে রিওর স্বাস্থ্যের কথা ভেবেই আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন চেন্নাই সুপার কিংসের তারকা সুরেশ রায়না। তিনি নিজেই একটি সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন। এই ক্রিকেটার বলেছেন, ‘সন্তানদের চেয়ে কোনও কিছুই বেশি গুরুত্বপূর্ণ নয়।’
করোনা আবহে ভারতের বদলে এবারের আইপিএল হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহিতে। দলের সঙ্গে সেখানে গিয়েছিলেন রায়নাও। কিন্তু সিএসকে-র দুই ক্রিকেটার এবং ১১ জন সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে দেশে ফিরে এসেছেন রায়না। তিনি এবারের আইপিএল-এ খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন। তাঁর মেয়ের বয়স চার বছর এবং ছেলের বয়স মাত্র পাঁচ মাস। তারা যাতে কোনওভাবে সংক্রমিত না হয়, সেটা নিশ্চিত করার জন্যই দেশে ফিরে এসেছেন বলে জানিয়েছেন রায়না। তিনি দেশে ফিরে এখন দিল্লিতে আছেন। পরিবারের সঙ্গে তিনি হোম কোয়ারেন্টিনে আছেন।
এরই মধ্যে রায়নার পারিবারিক বিপর্যয়ও ঘটে গিয়েছে। পঞ্জাবের পঠানকোটে ডাকাত দলের হামলায় তাঁর এক আত্মীয়র মৃত্যু হয়েছে এবং চারজন জখম হয়েছেন। ডাকাত দল টাকা, সোনার গয়না নিয়ে পালিয়েছে। তদন্ত চালাচ্ছে পুলিশ।
চেন্নাই সুপার সুপার কিংসের পক্ষ থেকে রায়নার দেশে ফেরার সিদ্ধান্তকে সমর্থন জানানো হয়েছে। সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন, তাঁরা রায়নার এই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। দলের এতজন করোনা আক্রান্ত হওয়ায় কোয়ারেন্টিনের মেয়াদ বাড়ানো হয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের আগে অনুশীলন শুরু করছেন না মহেন্দ্র সিংহ ধোনিরা। যাঁরা করোনা আক্রান্ত হয়েছেন, তাঁদের অন্য জায়গায় রাখা হয়েছে। তিনবার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ না হওয়া পর্যন্ত তাঁরা দলে যোগ দিতে পারবেন না।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement