IND vs ENG 4th Test: আকাশের বিধ্বংসী বোলিংয়ের পর স্পিনারদের ঘূর্ণি, প্রথম সেশনেই ৫ উইকেট হারাল ইংল্যান্ড
Akash Deep: নিজের অভিষেক ম্যাচে নতুন বল হাতে প্রথম সেশনেই তিন উইকেট নেন আকাশ দীপ।
রাঁচি: ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের (IND vs ENG 4th Test) প্রথম দিনের প্রথম সেশনেই বল হাতে ভারতের দাপট। নতুন বলে আগুন ঝরালেন এই ম্যাচেই অভিষেক ঘটানো আকাশ দীপ (Akash Deep)। তিন উইকেট নেন তিনি। আকাশদীপের আগুনে স্পেলের পর ভারতের দুই স্পিনার অশ্বিন ও জাডেজা বাকি দুই উইকেট নেন। বেয়ারস্টোকে ৩৮ রানে এলবিডব্লু করেন অশ্বিন, স্টোকসকে তিন রানে ফেরান জাডেজা। প্রথম সেশন শেষে ইংল্যান্ডের স্কোর ১১২/৫।
চতুর্থ টেস্টের প্রথম সেশনেটা পুরোপুরিভাবে ভারতীয় বোলাররা, আরও ভালভাবে বলতে গেলে আকাশ দীপ নিজের নামে করলেন। আজই ভারতের হয়ে নিজের আন্তর্জাতিক অভিষেক ঘটিয়েছেন আকাশ দীপ। যশপ্রীত বুমরাকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁরই জায়গায় বাংলার ফাস্ট বোলার ভারতীয় একাদশে সুযোগ পেয়েছেন। বুমরার অনুপস্থিতিতে ভারতীয় বোলিং বিভাগ দুর্বল হয়ে যাবে বলে অনেকেই মনে করছিলেন। তবে আকাশ দীপ কার্যত বুমরার অভাব বুঝতেই দিলেন না।
অবশ্য শুরুটা কিন্তু একেবারেই ভালভাবে করতে পারেননি আকাশ দীপ। জ্যাক ক্রলি স্টাম্প ভাঙলেও, আম্পায়ার সেটিকে নো দেন। ফলে অল্পের জন্য প্রথম আন্তর্জাতিক উইকেট হাতছাড়া হয় আকাশের। কিন্তু তিনি হতাশ হননি। আগ্রাসী ক্রলি ও বেন ডাকেটের হু হু করে বেড়ে চলা ওপেনিং পার্টনারশিপে বিরাম লাগান আকাশ দীপই। ডাকেটকে আউট করেন তিনি। ২৭ বছর বয়সি ফাস্ট বোলার একই ওভারে অলি পোপকেও আউট করেন। অল্পের জন্য রক্ষা পান জো রুট।
তবে প্রথমবার জীবনদান পেলেও আকাশের বলেই বোল্ড হন সেট ক্রলি। নো বলে প্রথমবারের বোল্ড এবং এই বোল্ড কার্যত একে অপরের কার্বন কপি। দুরন্ত ইনসুইংয়ে ক্রলির অফস্টাম্প ছিটকে দেন আকাশ। প্রথম সেশনেই ইংল্যান্ড টপ অর্ডারকে নাস্তানাবুদ করেন তিনি।
আকাশের বিধ্বংসী স্পেলের পর জনি বেয়ারস্টো এবং জো রুট ইনিংসকে ভালভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ৫২ রান যোগও করেন তাঁরা। তবে বেয়ারস্টোকে ৩৮ রানে এলবিডব্লু করেন অশ্বিন। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসও ব্য়াট হাতে ব্যর্থ। তাঁকে আউট করে জাডেজা। দ্বিতীয় সেশনে ইংল্যান্ডকে দ্রুত অল আউট করার লক্ষ্যে মাঠে নামবে ভারতীয় দল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: প্রাক্তন অধিনায়কের শহরে একাধিক রেকর্ড গড়ার সুযোগ রোহিতের, মাইলফলক স্পর্শের হাতছানি যশস্বীরও