Arshdeep Singh: পরপর দুটো টি-টোয়েন্টি থেকে বাদ, গম্ভীরকে খোঁচা দিয়ে কী বার্তা দিলেন অর্শদীপ?
IND vs AUS T20: অশ্বিন দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে পরাজয়ের পরেই দাবি করেছিলেন ভারতীয় দলের পরীক্ষা নিরীক্ষা করার হলে অর্শদীপ নয়, বরং বুমরাকে বিশ্রাম দেওয়া উচিত ছিল।

মুম্বই: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয়দের মধ্য়ে সর্বাধিক উইকেটের মালিক তিনি। অথচ সেই অর্শদীপ সিংহকেই টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে ক্রমেই ব্রাত্য হতে হচ্ছে। ২৬ বছরের তরুণ পেসার এখনও পর্যন্ত ৬৫টি ম্য়াচে ১০১ উইকেট নিয়েছেন। কিন্তু বাঁহাতি পেসারকে গৌতম গম্ভীরের দলে কেন ব্রাত্য রাখা হচ্ছে, তা নিয়ে সমালোচনাও হচ্ছে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুটো ম্য়াচে অর্শদীপকে নেওয়া হয়নি। হর্ষিত রানাকে তাঁর পরিবর্তে একাদশে নেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও। এবার নিজের সোশ্য়াল মিডিয়াতেই ইঙ্গিতবহ পোস্ট করলেন অর্শদীপ। ''তুমি যেরকম বীজ পুঁতবে (যেরকম কাজ করবে), সেরকম ফল পাবে।'' আর এই পোস্টের পরই তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এখানে কারও নাম নেননি অর্শদীপ। কিন্তু এই পোস্টের মধ্য়ে দিয়ে কি গৌতম গম্ভীরকেই নিশানা করছেন অর্শদীপ? নিজের সেরা ফর্মের জাতীয় দলের একাদশ থেকে বাদ পড়াটা কোথাও মানতে পারছেন না অর্শদীপও।
অর্শদীপের দলে থাকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রবিনচন্দ্রন অশ্বিনও। অশ্বিন দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে পরাজয়ের পরেই দাবি করেছিলেন ভারতীয় দলের পরীক্ষা নিরীক্ষা করার হলে অর্শদীপ নয়, বরং বুমরাকে বিশ্রাম দেওয়া উচিত ছিল। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিনকে বলতে শোনা যায়, 'যদি পরীক্ষা নিরীক্ষা করতেই হয়, তাহলে বুমরাকে বিশ্রাম দাও। বুমরার তো ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয় রয়েছে। তাই বুমরাকে বিশ্রাম দেওয়াই যায়।' তিনি আরও যোগ করেন, 'দেখুন অর্শদীপ দলের সর্বাধিক উইকেটসংগ্রাহক। আমরা যেসময় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলব, তখন শিশির পড়তে শুরু করে দেবে। তবে অর্শদীপকে নিয়ে এই আলোচনা চওয়াটাই দুঃখজনক। নিঃসন্দেহেই দলে ওর জায়গা পাওয়াটা প্রাপ্য।'
অশ্বিনের মতে বুমরার পরে অর্শদীপই দলের সেরা বোলার। ২০২৪ বিশ্বকাপে অর্শদীপের পারফরম্যান্সের পরেও তাঁকে যেভাবে দলের বাইরে রাখা হচ্ছে, সেটা হতাশাজনক। 'আমার বক্তব্য হল বুমরা খেললে বোলিংয়ের দিক থেকে অর্শদীপের নামটা দলে দ্বিতীয় নাম হওয়া উচিত। বুমরা না খেললে, তখন অর্শদীপই ওই দলের প্রথম পছন্দের বোলার হওয়া উচিত। আমি বুঝতে পারি না ঠিক কীভাবে অর্শদীপ এই দলের প্রথম একাদশের বাইরে থেকে যাচ্ছে। বিষয়টা হর্ষিতকেনিয়ে একেবারেই নয়, অর্শদীপ ২০২৪ সালের বিশ্বকাপে যেভাবে পারফর্ম করেছিল, তারপরেও ওকে না না কারণে দলের বাইরে রাখা হচ্ছে। ওকে বহুবারই বাইরে বসিয়ে রাখা হয়েছে, যেখানে ওর নিয়মিত দলে থাকা উচিত।' মত প্রাক্তন ভারতীয় কিপারের।




















