Virat Kohli: দ্বীপরাষ্ট্রে কোহলি-জ্বর, নিজের হাতে তৈরি করা ছবি ভারতীয় তারকাকে উপহার দিলেন অনুরাগী
Asia Cup 2023: এর আগেও এশিয়া কাপের মাঝেই এক শ্রীলঙ্কান নেট বোলার বিরাট কোহলিকে এক রুপোর ব্যাট উপহার দিয়েছিলেন।
কলম্বো: বর্তমান বিশ্বের সেরা ক্রিকেটরদের নাম বললে একেবারে শুরুর দিকেই বিরাট কোহলির (Virat Kohli) নাম থাকবে। গোটা বিশ্বজুড়ে তাঁর অগনিত অনুরাগী রয়েছেন। শ্রীলঙ্কাও কোহলি অনুরাগীর কমতি নেই। এমনই এক অনুরাগী কোহলিকে নিজের হাতে তৈরি করা এক ছবি উপহার হিসাবে দেন।
আপাতত এশিয়া কাপের (Asia Cup 2023) জন্য শ্রীলঙ্কায় রয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ইতিমধ্যেই সুপার ফোরের প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। বাংলাদেশের বিরুদ্ধে কাল সুপার ফোরের শেষ ম্যাচ তাই ভারতের কাছে নিয়মরক্ষার ম্যাচই। সেই ম্যাচের আগেই বিরাটের হাতে বিশেষ উপহারটি তুলে দেন তাঁর অনুরাগী। বিরাট হাসিমুখে সেই উপহার গ্রহণ তো করেনই পাশাপাশি সেই অনুরাগীর সঙ্গে ছবিও তোলেন।
A Fangirl from Sri Lanka gifted a hand made portrait to King Kohli.
— Johns. (@CricCrazyJohns) September 13, 2023
- The craze is huge for Kohli.pic.twitter.com/UIHfdeHdw6
অবশ্য বিরাটকে চলতি এশিয়া কাপের মাঝে উপহার দেওয়ার ঘটনা এই প্রথম নয়। এর আগেও ভারত-পাকিস্তান ম্যাচের কোহলি এক রুপোর ব্যাট উপহার পেয়েছিলেন। ম্যাচের আগে বেশ কিছু শ্রীলঙ্কান নেট বোলারকে ভারতীয় অনুশীলনে ডাকা হয়েছিল। সেখানেই এক নেট বোলার ভারতীয় তারকাকে এক রুপোর ব্যাট উপহার দেন। সেই ব্যাটে কোহলির করা সবকয়টি আন্তর্জাতিক শতরান খোদাই করা ছিল।
সেই উপহারও হাসিমুখে গ্রহণ করেছিলেন বিরাট। পাশাপাশি উঠতি ক্রিকেটারদের সাফল্যের জন্য বেশ কিছু পরামর্শ দিতেও দেখা গিয়েছিল বিরাটকে। বিসিসিআইয়ের তরফে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করাও হয়েছিল। এরপর ফের একবার এই উপহার প্রমাণ করে দেয় শুধু ভারত নয় গোটা বিশ্বের সব প্রান্তেই বিরাট-অনুরাগীর কোনও কমতি নেই।
প্রসঙ্গত, বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের আগেই ভারতীয় শিবিরে সুখবর। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে ব্যাক স্প্যাজ়মের কারণে খেলতে পারেননি শ্রেয়স আইয়ার। টিম ইন্ডিয়ার মেডিক্যাল দলের পরামর্শে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে তো স্টেডিয়ামেও আসেননি শ্রেয়স। তবে বাংলাদেশ ম্যাচের আগেই ভারতীয় অনুশীলনে ফিরলেন তিনি। ঐচ্ছিক অনুশীলনে বেশ খানিকক্ষণ ব্যাটিং করতে দেখা যায় তাঁকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: এশিয়া কাপে ভারতীয় একাদশে শামির সুযোগ না পাওয়ার আসল কারণ জানালেন বোলিং কোচ মামব্রে