IND vs PAK: ম্য়াচ বয়কট করলে টুর্নামেন্ট থেকে এলিমিনেট হয়ে যাবে ভারত: অনুরাগ ঠাকুর
Asia Cup 2025: ভারতীয় দলের হেডকোচ গৌতম গম্ভীর বার্তা দিয়েছেন যে এই পরিস্থিতিতে মাঠের খেলার দিকেই মনোনিবেশ করতে সব ক্রিকেটারকে।

নয়াদিল্লি: পাকিস্তানের সঙ্গে ম্য়াচ বয়কট করার দাবি উঠেছে গোটা দেশজুড়ে। বিরোধী দলগুলো কেন্দ্রকে নিশানা করছে। পহেলগাঁওতে জঙ্গি হামলায় মৃতদের পরিবারও এই খেলার বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন। কিন্তু বিসিসিআই ও কেন্দ্র এই ইস্যুতে উল্টো পথে হেঁটেছে। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়ার পর এবার ভারত-পাকিস্তান ম্য়াচ খেলার কারণ নিয়ে মুখ খুললেন অনুরাগ ঠাকুরও।
কেন্দ্রীয় মন্ত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ''এই টুর্নামেন্টে অনেকগুলো দেশ খেলে। এই টুর্নামেন্টের আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এই পরিস্থিতিতে এই ধরণের টুর্নামেন্টে খেলাটা আবশ্যিক হয়ে দাঁড়ায়। যদি ভারত না খেলে, তাহলে তারা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে নেবে। অন্য দলগুলো পয়েন্ট পেয়ে যাবে। তবে আমরা একটি বিষয়ে দীর্ঘ সময় ধরেই বদ্ধপরিকর যে পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক সিরিজ আমরা খেলব না। পাকিস্তান যতদিন এই আতঙ্কবাদীদের মদত দেওয়া বন্ধ না করবে ও সন্ত্রাসবাদ বন্ধ না করবে, ততদিন কোনও দ্বিপাক্ষিক সিরিজ হবে না।''
উল্লেখ্য, মিডিয়া ও বিনোদন জগতে কর্মরতদের ৩৬টি অ্যাসোসিয়েশন নিয়ে তৈরি পশ্চিম ভারতের সংস্থা FWICE-র তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে লেখা হয়েছে, 'পাকিস্তানের মদতে এবং পাকিস্তানের দ্বারা ভারত একের পর এক সন্ত্রাসবাদী আক্রমণের শিকার হচ্ছে। এর ফলে আমাদের দেশের অপূরণীয় ক্ষতি হচ্ছে এবং বহু পরিবারের কান্নার কারণ হয়ে উঠেছে।' চিঠিতে ২০১৯ সালে পুলওয়ামা এবং চলতি বছরে পহেলগাঁও আক্রমণের কথা উল্লেখ করে আরও লেখা হয়, 'প্রতিটি শহীদ ও নিরপরাধ মৃতদের পিছনে রয়েছে সেইসব পরিবার যারা শোকে ডুবেছে। সন্তানহারা বাবা, মা, স্বামীহারা স্ত্রী ও তাঁদের সন্তানদের জীবন চিরতরে তছনছ গয়ে গিয়েছে। শহীদদের বলিদান বা সাধারণ জনগণের অশ্রুজলকে কোনওভাবে অবহেলা করা বা ভোলা সম্ভব নয়।'
#WATCH | Pune, Maharashtra: On the upcoming India vs Pakistan match in the Asia Cup 2025, BJP MP Anurag Thakur says, "When multinational tournaments are organised by ACC or ICC, it becomes a compulsion, a necessity for nations to participate. If they don't do that, they will be… pic.twitter.com/ybP4n9nCaJ
— ANI (@ANI) September 13, 2025
এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার দু দলের সাক্ষাতে এই দুবাই আন্তরজাতিক ক্রিকেট স্টেডিয়ামেই ভারত হারিয়ে দিয়েছিল পাক শিবিরকে।




















