IND vs PAK: পাক ব্যাটিংয়ের চিন্তার কারণ হতে পারে কুলদীপ-বরুণ জুটি, আশঙ্কা প্রকাশ আক্রমের
Asia Cup 2025: মাত্র ১৩ বল করেছিলেন কুলদীপ। তার মধ্য়েই চারটি উইকেট তুলে নিয়েছিলেন তিনি। ২.১ ওভারে মাত্র ৭ রান খরচ করেই ৪ উইকেট তুলে ম্য়াচের সেরা হয়েছিলেন কুলদীপ।

দুবাই: এশিয়া কাপের গ্রুপ A-তে আগামী ১৪ সেপ্টেম্বর হাইভোল্টেজ মহারণে ভারত-পাকিস্তান মুখোমুখি হতে চলেছে। দুটো দলই এবারের এশিয়া কাপে তাঁদের প্রথম ম্য়াচে জয় দিয়ে অভিযান শুরু করেছে। ভারতীয় দল প্রথম ম্য়াচে হারিয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহিকে। অন্য়দিকে পাকিস্তান ক্রিকেট দল তাঁদের প্রথম ম্যাচে ওমানকে হারিয়ে দিয়েছিল।
আমিরশাহির বিরুদ্ধে একাই ৪ উইকেট তুলে নিয়েছিলেন কুলদীপ যাদব। সেখানকার স্পিন সহায়ক উইকেটে ভারতের চায়নাম্য়ানকে সামলাতে হিমশিম খেতে হয়েছে পাকিস্তানকে। পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আক্রমও মনে করেন ভারতের স্পিন জুটি কুলদীপ ও বরুণই মূলত সমস্য়া তৈরি করতে পারে পাক ব্যাটারদের। আক্রম বলছেন, ''সমস্যা হল পাকিস্তানের ব্যাটিংয়ের সঙ্গে মূল লড়াইটা তাঁদের মিডল অর্ডারের ব্যাটিং ও ভারতের স্পিনারদের মধ্যে। বুমরাকে সামলে নেওয়ার চ্যালেঞ্জ তো আছেন। একইসঙ্গে কুলদীপ ও বরুণও রয়েছে ওঁদের। এই দুই স্পিনার কিন্তু সমস্যা তৈরি করবেই। পিচ স্পিন সহায়ক। এই পরিস্থিতিতে পিচ কেমন ব্যবহার করবে তাঁর কোনও হদিশ পাওয়া যাবে না।''
আমিরশাহির বিরুদ্ধে ম্য়াচে মাত্র ১৩ বল করেছিলেন কুলদীপ। তার মধ্য়েই চারটি উইকেট তুলে নিয়েছিলেন তিনি। ২.১ ওভারে মাত্র ৭ রান খরচ করেই ৪ উইকেট তুলে ম্য়াচের সেরা হয়েছিলেন কুলদীপ। বরুণও ১ উইকেট নিয়েছিলেন।
সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল এই নিয়ে ২৩টি টি-টোয়েন্টি ম্য়াচ খেলে তার মধ্য়ে ১৯ ম্য়াচেই জয় ছিনিয়ে নিল। মাত্র ৪টি ম্য়াচ হারতে হয়েছে সূর্যকুকে অধিনায়ক হিসেবে। তবে আগামী ১৪ তারিখ হাইভোল্টেজ ম্য়াচ। পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে অবশ্য ভারত অধিনায়ক কিন্তু কড়া হুঁশিয়ারি দিয়ে রাখছেন। তিনি বলছেন, ''আমরা সবাই পাকিস্তানের বিরুদ্ধে ১৪ সেপ্টেম্বরের ম্য়াচের জন্য অপেক্ষা করছি। দলের প্রত্যেকে ভাল একটা ম্যাচ খেলতে চায়। সেই ম্য়াচে নিজেদের সেরাটা দিতে চায়। প্রত্যেক ম্য়াচেই জয় ছিনিয়ে নেওয়া আমাদের একমাত্র লক্ষ্য এখন।''
পাকিস্তানের বিরুদ্ধে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দুবাইয়েই মুখোমুখি হয়েছিল ভারত। সেবারও হেসেখেলে জয় ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া। তবে সেই ম্য়াচ ও এই ম্য়াচের মধ্যে একটু ফারাক রয়েছে। ভারতীয় দলে নেই এবার রোহিত শর্মা ও বিরাট কোহলি। দুজনেই কুড়ির ফর্ম্য়াট থেকে সরে দাঁড়িয়েছেন। অন্য়দিকে পাক শিবিরে নেই বাবর আজম ও মহম্মদ রিজওয়ানও। ওমানের বিরুদ্ধে জিতলেও পাকিস্তানের ব্যাটিং কিন্তু ভাবাবে।




















