Tilak Varma: 'কেরিয়ারের অন্য়তম সেরা ইনিংস', দেশকে চ্যাম্পিয়ন করেই কী বার্তা দিলেন তিলক?
Asia Cup 2025: ১৪৭ রান তাড়া করতে নেমে একটা সময় ভারতের স্কোর ছিল ১০/২। প্যাভিলিয়ন ফিরে গিয়েছিলেন অভিষেক শর্মা ও সূর্যকুমার যাদব। এই পরিস্থিতিতে তিলক বর্মা হাল ধরেন ভারতীয় দলের।

দুবাই: হিসেবের খাতাতেই ছিলেন না তিনি। তাঁকে নিয়ে আদৌ কোনও পরিকল্পনাই হয়ত আলাদা করে করেননি পাকিস্তানের বোলাররা। কিন্তু তিনিই কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালেন শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ, ফাহিম আসরফদের সামনে। এতটাই কঠিন যে ভারতকে ম্য়াচ জিতিয়ে মাঠ ছাড়লেন তিলক বর্মা। আর কিছুই করতে পারলেন না পাক ক্রিকেটাররা। অভিষেক শর্মার বদলে তিলক বর্মা যে প্রশ্নপত্রে চলে আসবে, তার কোনও উত্তরই জানা ছিল না পাক ম্য়ানেজমেন্টের কাছে। আর ম্য়াচ জিতিয়ে তিলক বলছেন, ''আমার কেরিয়ারের অন্য়তম সেরা ইনিংস।''
১৪৭ রান তাড়া করতে নেমে একটা সময় ভারতের স্কোর ছিল ১০/২। প্যাভিলিয়ন ফিরে গিয়েছিলেন অভিষেক শর্মা ও সূর্যকুমার যাদব। এই পরিস্থিতিতে তিলক বর্মা হাল ধরেন ভারতীয় দলের। প্রথমে স্যামনস ও পরে দুবেকে নিয়ে তরী পার করিয়ে দেন তরুণ এই বাঁহাতি ব্য়াটার। খেলা শেষে তিলক বলছেন, ''চাপ ছিল। ওরা ভাল বোলিং করছিল। আমি মাঝে মাঝে দীর্ঘশ্বাস নিচ্ছিলাম আর এটাই ভাবছিলাম যে নিজেকে যতটা পারা যায় শান্ত রাখার। স্যামসন দারুণ খেলেছে। দুবে যেভাবে চাপের মুখে ব্যাটিং করল, তার জন্য়ও প্রশংসা প্রাপ্য। আমরা সবরকম পরিস্থিতির জন্য তৈরি ছিলাম। আসলে নিজেকে ওইভাবেই তৈরি রাখতে হয়। আমি যে কোনও ব্যাটিং পজিশনে ব্যাট করতে রাজি।''
টানা যখন উইকেট পড়ছে, তখন কি চাপ অনুভব করছিলেন? তিলক বলছেন, ''গৌতম স্যারের সঙ্গে দীর্ঘসময় কাটিয়েছি নেটে। নিজের ব্য়াটিংকে আরও ধারালো করার চেষ্টা করে গিয়েছি। নিঃসন্দেহে আমার কেরিয়ারের এটা অন্য়তম স্পেশাল ইনিংস। সব ভারতীয়র জন্য় এই ইনিংসটা।''
কথা দিয়ে কথা রাখলেন রিঙ্কু সিংহ
এদিকে, মাত্র এক বল খেলেই বাজিমাত করলেন রিঙ্কু সিংহ। রিঙ্কু গোটা টুর্নামেন্টে একটিও ম্যাচে সুযোগ পাননি। তবে হার্দিক পাণ্ড্য চোটের জেরে খেলতে না পারায় একেবারে ফাইনালে রিঙ্কুর ভাগ্য খোলে। তিনি যে বলে চার মেরে ম্যাচ জেতান, গোটা টুর্নামেন্ট সেটি তাঁর খেলা একমাত্র বল। ঘটনাক্রমে, রিঙ্কু কিন্তু এই ভবিষ্যদ্বাণী আগেই করেছিলেন। টুর্নামেন্টপূর্বে ব্রডকাস্টারদের সঙ্গে খেলা এক রাউন্ডে ভারতীয় ক্রিকেটারদের ভবিষ্যদ্বাণী করতে বলা হয়েছিল। সেখানে রিঙ্কু লিখেছিলেন, 'WIN RUN' অর্থাৎ তিনি দলের হয়ে এশিয়া কাপজয়ী রানটা করবেন, এটাই ছিল তাঁর ভবিষ্যদ্বাণী। সেই কথাটা কিন্তু অক্ষরে অক্ষরে মিলে গেল।



















