Indian Cricket Team: পিঠের চোটে কাবু মাভি, এশিয়ান গেমসে ভারতীয় দলে ডাক পেলেন বাংলার তারকা
Asian Games 2023: ২৩ সেপ্টেম্বর থেকে চিনের হাংঝাউতে বসতে চলেছে এশিয়ান গেমসের আসর।
মুম্বই: ২৩ সেপ্টেম্বর থেকে চিনের হাংঝাউতে বসতে চলেছে এশিয়ান গেমসের (Asian Games 2023) আসর। সেই এশিয়ান গেমসে ভারতের পুরুষ ক্রিকেট দলে সুযোগ পেলেন বাংলার তারকা ক্রিকেটার আকাশদীপ (Akash Deep)। এশিয়ান গেমসের জন্য ঘোষিত প্রাথমিক দলে না থাকলেও শিবম মাভির (Shivam Mavi) বদলি হিসাবে সুযোগ পেলেন বাংলার ফাস্ট বোলার। অপরদিকে, ভারতীয় মহিলা দলেও ঘটল বদল। অঞ্জলি সর্বানীর (Anjali Sarvani) বদলে দলে ডাক পেলেন পূজা বস্ত্রকর (Pooja Vastrakar)।
বর্তমানে এশিয়া কাপ চলছে। আর কয়েক সপ্তাহ পরেই ভারতের মাটিতেই বসবে পুরুষদের ৫০ ওভারের বিশ্বকাপের আসর। এই ঠাসা সূচির জন্য ভারতীয় সিনিয়র পুরুষ দল নয়, বরং দ্বিতীয় সারির এক ভারতীয় দলকে পাঠানোরই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। সেই দলের অংশ ছিলেন শিবম মাভি। তবে তিনি পিঠে চোট পেয়েছেন। সেই কারণেই তাঁর বদলি হিসাবে সুযোগ পেলেন আকাশদীপ।
বিসিসিআইয়ের তরফে শনিবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, 'হাংঝাউতে ১৯তম এশিয়ান গেমসের জন্য নির্বাচক কমিটি শিবাম মাভির বদলি হিসাবে আকাশ দীপকে নির্বাচিত করেছে। মাভির পিঠে চোট রয়েছ এবং সেই চোটের জেরেই তিনি টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। পুরুষদের টুর্নামেন্টটি ২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত টি-টোয়েন্টি ফর্ম্যাটে আয়োজিত হবে।' বিসিসিআইয়ের তরফে এশিয়ান গেমসে পুরুষ দলের জন্য সাই কিশোর, যশ ঠাকুর, বেঙ্কটেশ আইয়ার, দীপর হুডা ও সাই সুদর্শনকে ব্যাক আপ ক্রিকেটার হিসাবে রাখা হয়েছে।
অপরদিকে, হাঁটুর চোটের কারণে এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে পারবেন না বাঁ-হাতি ফাস্ট বোলার অঞ্জলি। তাঁর বদলি হিসাবে দলে সুযোগ পেলেন পূজা। '১৯তম এশিয়ান গেমসের জন্য মহিলা নির্বাচক কমিটি অঞ্জলি সর্বানীর বদলি হিসাবে পূজা বস্ত্রকরকে নির্বাচিত করেছেন, যিনি এর আগে স্ট্যান্ডবাই খেলোয়াড়দের তালিকায় ছিলেন। বাঁ-হাতি ফাস্ট বোলার সর্বানীর হাঁটুতে চোট পাওয়ায় ১৯ সেপ্টম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত আয়োজিত টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন।'
মহিলা ভারতীয় দলের জন্য হরলীন দেওল, সাইকা ঈশাক, কাশভি গৌতম ও স্নেহ রানাকে স্ট্যান্ড বাই খেলোয়াড় হিসাবে নির্বাচিত করা হয়েছে। প্রসঙ্গত, টুর্নামেন্টের জন্য দ্বিতীয় সারির পুরুষ দল নির্বাচিত হলেও, মহিলাদের ক্ষেত্রে কিন্তু তেমনটা হয়নি। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন পূর্ণ শক্তির ভারতীয় দলই এশিয়ান গেমসে ভারতীয় মহিলা দলের হয়ে প্রতিনিধিত্ব করবেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ফাইনালের আগে ধাক্কা ভারতের, চোটের জন্য ছিটকেই গেলেন অক্ষর