AUS vs NZ: কিউয়িদের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংসে কোহলিকে পিছনে ফেললেন ওয়ার্নার
David Warner: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ডেভিড ওয়ার্নার ধর্মশালায় ৬৫ বলে ৮১ রানের ইনিংস খেলেন।
ধর্মশালা: রমরমিয়ে চলছে বিশ্বকাপের (ODI World Cup 2023) আসর। মেগা টুর্নামেন্টের মঞ্চে প্রতিনিয়তই রেকর্ড ভাঙা গড়ার খেলা চলছেই। আজ ধর্মশালায় নিউজ়িল্যান্ডের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া (AUS vs NZ)। এই ম্যাচেই বিরাট কোহলিকে (Virat Kohli) পিছনে ফেলে বিশ্বকাপে সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় একধাপ এগিয়ে এলেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার (David Warner)।
কিউয়িদের বিরুদ্ধে ৬৫ বলে বিধ্বংসী ৮১ রানের ইনিংস খেলেন ওয়ার্নার। মাত্র ২৮ বলে পূর্ণ করেন নিজের অর্ধশতরান। এই ইনিংসের সুবাদেই ওয়ার্নার ৫০ ওভারের বিশ্বকাপের মঞ্চে চতুর্থ সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে যান। মেগা টুর্নামেন্টের মঞ্চে ওয়ার্নার ২৪ ইনিংসে ১৪০৫ রান করেছেন। কোহলি সেখানে ৩১টি ইনিংস খেলে মোট ১৩৮৪ রান করেছেন। বর্তমানে তিন কিংবদন্তি সচিন তেন্ডুলকর, রিকি পন্টিং ও কুমার সাঙ্গাকারাই কেবল ওয়ার্নারের থেকে বিশ্বকাপে অধিক রান করেছেন।
এই তালিকায় 'মাস্টার ব্লাস্টার' সচিন তেন্ডুলকরই কিন্তু আপাতত এক নম্বরে রয়েছেন। সচিন ছয় বিশ্বকাপের ৪৪টি ইনিংসে মোট ২২৭৮ রান করেছেন। ১৯৯২ সালে তিনি প্রথমবার ৫০ ওভারের বিশ্বকাপের মঞ্চে নেমেছিলেন। ২০১১ সালে নিজের শেষ বিশ্বকাপে অবশেষে তাঁর হাতে বিশ্বকাপ খেতাব উঠে। আপাতত কিন্তু মোট রানের বিচারে তাঁর আশেপাশেও কেউ নেই।
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ওয়ার্নারের অর্ধশতরানের পাশাপাশি ট্র্যাভিস হেড মাঠে ফিরেই অনবদ্য শতরান হাঁকান। মূলত দুই ওপেনারের বিধ্বংসী ইনিংসে ভর করেই ৩৮৮ রান তোলে অস্ট্রেলিয়া। অবশ্য গোটা ৫০ ওভার খেলতে পারেনি অজ়িরা। ৪৯.২ ওভারেই অল আউট হয়ে যায় তাঁরা। তবে এই ম্যাচেই এক বিশ্বরেকর্ড গড়ে ফেললেন ডেভিড ওয়ার্নাররা। প্রথম দল হিসাবে বিশ্বকাপের মঞ্চে নাগাড়ে তিন ম্যাচে ৩৫০ রানের গণ্ডি পার করল রেকর্ড বিশ্বচ্যাম্পিয়নরা।
এই ম্যাচের আগে পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়া নয় উইকেটের বিনিময়ে ৩৬৭ রান করেছিল। তার আগের ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে তাঁদের সংগ্রহ ছিল আট উইকেটে ৩৯৯ রান। বিশ্বকাপের মঞ্চে এককভাবে সর্বাধিকবার ৩৫০ রানের গণ্ডি পার করার কৃতিত্বও এই ম্যাচেই নিজেদের নামে করে ফেলল অস্ট্রেলিয়া। তারা মেগা টুর্নামেন্টের মঞ্চে নয়বার ৩৫০ বা তার অধিক রান করেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের অজি স্কোয়াড ঘোষণা, নেতৃত্বে ওয়েড