Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি অজি দলে দেখা যেতে পারে ওয়ার্নারকে?
David Warner selection in Champions Trophy: পাকিস্তানের বিরুদ্ধে কেরিয়ারের শেষ টেস্টেও খেলতে নেমেছিলেন। কিন্ত ওয়ান ডে ফর্ম্যাটেও কি শেষ হয়ে গিয়েছে বাঁহাতি অজি ওপেনারের কেরিয়ার?
সিডনি: আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানের মাটিতে বসতে চলেছে এই টুর্নামেন্টের আসর। সেই টুর্নামেন্টে কি অজি স্কোয়াডে দেখা যাবে ডেভিড ওযার্নারকে? গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফর্ম্য়াটে যে ওয়ার্নারকে আর দেখতে পাওয়া যাবে না, তা নিশ্চিত হয়ে গিয়েছে। গত জানুয়ারিতে পাকিস্তানের বিরুদ্ধে কেরিয়ারের শেষ টেস্টেও খেলতে নেমেছিলেন। কিন্ত ওয়ান ডে ফর্ম্যাটেও কি শেষ হয়ে গিয়েছে বাঁহাতি অজি ওপেনারের কেরিয়ার? নাকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখতে পাওয়া যাবে ওয়ার্নারকে।
উল্লেখ্য়, গত বছর ভারতের মাটিতে আয়োজিত হয়েছিল ওয়ান ডে বিশ্বকাপের আসর। সেই টুর্নামেন্টের পরই পঞ্চাশ ওভারের ফর্ম্য়াটকে বিদায় জানানোর কথা ঘোষণা করেছিলেন ওয়ার্নার। কিন্তু এটাও বলেছিলেন যে যদি দলের প্রয়োজন হয়, তবে তিনি উপলব্ধ থাকবেন। গত সপ্তাহেই ইনস্টাগ্রাম পোস্টে বাঁহাতি তারকা জানিয়েছিলেন, ''আমি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য উপলব্ধ আছি। এমনকী চ্যাম্পিয়ন্স ট্রফিতেও যদি নির্বাচিত হই, তবে অস্ট্রেলিয়ার জার্সিতে নামার জন্যও তৈরি আছি।'' তবে অস্ট্রেলিয়া ক্রিকেট নির্বাচক কমিটির প্রধান জর্জ বেইলি জানিয়ে দিয়েছেন যে ওয়ার্নার তাঁদের পরিকল্পনার মধ্যে নেই চ্য়াম্পিয়ন্স ট্রফির জন্য।
এক সাক্ষাৎকারে প্রাক্তন অজি অধিনায়ক বেইলি বলেন, ''আমরা এই ভাবেই ভাবছি যে ডেভিড অবসর নিয়ে নিয়েছে। ওঁর দুর্দান্ত ক্রিকেট কেরিয়ার ছিল ক্রিকেটের তিন ফর্ম্য়াটেই। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ওঁকে ভাবছি না। আমাদের পরিকল্পনা রয়েছে অন্য়।''
View this post on Instagram
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট থেকেই বিদায় নিতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। মিচেল মার্শের নেতৃত্বে অজি দলে যে পারফর্ম করেছে তাতে খুশি বেইলি। তিনি বলছেন, ''অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে যেভাবে নেতৃত্ব দিয়েছে মিচেল মার্শ তাতে আমি বেজায় খুশি। ও নিজের কাছে পরিষ্কার ছিল যে কীভাবে দলকে চালনা করবে। আমরা আমাদের লক্ষ্য পর্যন্ত যেতে পারিনি। কিন্তু বাকি অজি প্লেয়ারদের মত মার্শও একইভাবে হতাশ।'' আগামী সেপ্টেম্বরে স্কটল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। তারপর ইংল্যান্ডের বিরু্ধে তিনটি টি-টোয়েন্টি ও পাঁচটি ওয়ান ডে ম্য়াচও খেলবে ব্যাগি গ্রিনরা।
আরও পড়ুন: রেকর্ড চতুর্থবার ইউরো জয়, স্প্যানিশ ফুটবল দলের ঝুলিতে রয়েছে এমন স্মরণীয় আরও খেতাব