Babar Azam: 'দেশে ফিরে যাও...' অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ চলাকালীনই বাবরের উদ্দেশে ধেয়ে এল চূড়ান্ত কটাক্ষ
Australia vs Pakistan: পাকিস্তানের বিরুদ্ধে বাবর আজম দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাত্র তিন রান করে আউট হন। ১৩ রানে ম্যাচ হারে পাকিস্তান।
নয়াদিল্লি: বর্তমানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় খেলতে ব্যস্ত পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team)। পড়শি দেশের তারকা ব্যাটার বাবর আজম (Babar Azam) বর্তমানে ব্যাট হাতে খুব একটা ভাল ফর্মে নেই। প্রবল সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে তারকা ব্যাটারকে। এরই মাঝে একেবারে মাঠে খেলা চলাকালীনই কটাক্ষের শিকার হলেন বাবর।
পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজ়ের দ্বিতীয় ম্যাচ চলাকালীন বাবর আজম বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন। তখনই একদল সমর্থক তাঁকে উদ্দেশ্য করা কটাক্ষ করা শুরু করেন। প্রাক্তন পাক অধিনায়কের উদ্দেশে তাঁরা বলেন, 'একটু লজ্জা কর। টি-টোয়েন্টি দলে তোমার জায়গা হয় না। পাকিস্তানে ফিরে যাও।'
বাবর এর জবাবে মুখ থেকে কিছুই বলেননি। শুধু ক্ষুব্ধ হয়ে পিছন ফিরে তাকান। তবে বাবরের তাকানোতেও এই কটাক্ষের ঝড় থামেনি। তাঁরা এরপরে বাবরকে কটাক্ষ করে ফের একবার বলতে শুরু করেন যে তিনি কেবল ক্যাচই ফেলেন এবং অন্য ফিল্ডারদের জন্য হাততালি দিতে পারেন। তাঁকে ফের একবার তাকানোর জন্যও খোঁচৈান সমর্থকরা।
Can anyone translate into English what the fans are saying to Babar Azam?
— Aussies Army🏏🦘 (@AussiesArmy) November 17, 2024
I think someone is saying something bad.#AUSvPAK
pic.twitter.com/CT6eEZPolW
পাকিস্তানের বিরুদ্ধে বাবর আজম দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাত্র তিন রান করে আউট হন। ১৩ রানে ম্যাচ হারে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজ়ে প্রথম দুই ম্যাচ হেরে কিন্তু ইতিমধ্যেই সিরিজ় হেরে বসেছে। এদিন জয়ের জন্য মাত্র ১৪৮ রানের লক্ষ্য ছিল পাকিস্তান দলের সামনে। অস্ট্রেলিয়ার হয়ে ম্যাট শর্ট সর্বাধিক ৩২ ও অ্যারন হার্ডি ২৮ রানের ইনিংস খেলেন। পাকিস্তানের হয়ে হ্যারিস রউফ সর্বাধিক চারটি উইকেট নেন। আব্বাস আফ্রিদি তিনটি উইকেট নেন।
জবাবে স্পেনসার জনসনের আগুনে বোলিংয়ে পাকিস্তান টপ অর্ডার সম্পূর্ণ ব্যর্থ হয়। উসমান খান ও ইরফান খান পাকিস্তানের হয়ে পাল্টা লড়াই করেন বটে। তাঁদের ব্যাটিংয়ের সময় পাকিস্তান ভালভাবেই জয়ের পথে এগোচ্ছিল। তবে উসমান ৫২ রানে ফেরার পরেই ফের ব্যাটিং ধস নামে। ইরফান অপরাজিত ৩৭ রান করলেও পাকিস্তান ১৩৪ রানেই অল আউট হয়ে যায়। স্পেনসার জনসন ২৬ রানের বিনিময়ে পাঁচ উইকেট নিয়ে অজ়িদের জয় সুনিশ্চিত করেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বর্ডার-গাওস্কর ট্রফিতে কিংবদন্তি কপিল দেবকে পিছনে ফেলার সুবর্ণ সুযোগ যশপ্রীত বুমরার সামনে