(Source: Poll of Polls)
Bengal Pro T20: বেঙ্গল প্রো টি-২০ লিগে বৃষ্টি-কাঁটায় পরাজয় হাওড়ার, ঋদ্ধিদের মেদিনীপুরকে হারাল মালদা
Eden Gardens: ঋত্বিক চট্টোপাধ্যায়ের অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে বেঙ্গল প্রো টি-২০ লিগে (Bengal Pro T20 League) জিতল সোবিস্কো স্ম্যাশার্স মালদা।
কলকাতা: বেঙ্গল প্রো টি-২০ লিগের দ্বিতীয় দিন থাবা বসাল বৃষ্টি। ইডেন গার্ডেন্সে বুধবার রাতের ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্সকে (Adamas Howrah Warriors) ১৬ রানে হারাল লাক্স শ্যাম কলকাতা টাইগার্স (Lux Shyam Kolkata Tigers)। কলকাতা টাইগার্সের হয়ে নজর কাড়লেন সৌরভ শ্রীবাস্তব। প্রথমে ব্যাটে ২১ রান, তারপর বল হাতে মাত্র ৯ রানে ৩ উইকেট নিলেন। পাশাপাশি অভলিন ঘোষ করলেন ৪২ রান।
প্রথমে ব্যাট করে কলকাতা টাইগার্স নির্ধারিত ২০ ওভারে তুলেছিল ১২৫/৮। জবাবে ১০.৩ ওভারে হাওড়া ওয়ারিয়র্সের স্কোর যখন ৫৪/৫, বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টিতে ম্যাচ আর শুরু করা যায়নি। ডাকওয়ার্থ লুইস নিয়মে কলকাতা টাইগার্সকে জয়ী ঘোষণা করা হয়। কলকাতা টাইগার্সের অধিনায়ক অভিষেক পোড়েল রান পাননি। ০ করে ফেরেন। ১৩/২ হয়ে যাওয়ার পর দলকে বিপন্মুক্ত করেন সন্দীপ তোমর (২৮) ও শুভম চট্টোপাধ্যায় (১৩)। তারপর সৌরভ ও অভলিন মিলে দলের স্কোরকে ভদ্রস্থ জায়গায় নিয়ে যান। সুজিত কুমার ১৭ রানে ৩ উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে বিপাকে পড়ে হাওড়া ওয়ারিয়র্স। শেষ পর্যন্ত বৃষ্টিতে হার স্বীকার করতে হয় তাদের।
সোবিস্কো স্ম্যাশার্স মালদার বড় জয়
ঋত্বিক চট্টোপাধ্যায়ের অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে বেঙ্গল প্রো টি-২০ লিগে (Bengal Pro T20 League) জিতল সোবিস্কো স্ম্যাশার্স মালদা। বল হাতে ৯ রানে ২ উইকেট, ব্যাটে অপরাজিত ৫০ - দলের জয়ের নায়ক ঋত্বিকই। রশ্মি মেদিনীপুর উইজার্ডসকে ৬ উইকেটে হারাল মালদা।
বুধবার ইডেনে দুপুরের ম্যাচে মুখোমুখি হয়েছিল মালদা ও মেদিনীপুর। প্রথমে ব্যাট করে ১৯ ওভারে মাত্র ৯৭ রানে শেষ হয়ে যায় মেদিনীপুর। জবাবে ১৬.১ ওভারে ৪ উইকেটে হারিয়ে ১০১ রান তুলে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় মালদা।
মেদিনীপুরের হয়ে খেলতে নেমে ২১ রান করলেন ঋদ্ধিমান সাহা। তবে দলকে ব্যাটিং বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে পারেননি।