Bengal Pro T20: কোচের দায়িত্বে সৌরাশিস, বেঙ্গল প্রো টি-২০-র শিলিগুড়ি স্ট্রাইকার্সের পুরুষ ও মহিলা দল কেমন হল?
Cricket News: আট দলের ফ্র্যাঞ্চাইজি লিগে ঘর গুছিয়ে নিল সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স। পুরুষ ও মহিলা - দুই দলেরই ক্রিকেটার বেছে নেওয়া হল ড্রাফটিং থেকে।
কলকাতা: আইপিএলের (IPL 2024) মাঝেই বেজে গেল বেঙ্গল প্রো টি-২০ (Bengal Pro T-20) লিগের দামামা। আইপিএলের ধাঁচে যে টুর্নামেন্ট চালু করতে চলেছে বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি (CAB)।
আট দলের ফ্র্যাঞ্চাইজি লিগে ঘর গুছিয়ে নিল সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স। পুরুষ ও মহিলা - দুই দলেরই ক্রিকেটার বেছে নেওয়া হল ড্রাফটিং থেকে। ১১ জুন থেকে বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ শুরু হবে। পুরুষ ও মহিলা - দুই বিভাগে ৮টি করে মোট ১৬টি দল অংশ নেবে টুর্নামেন্টে। ১৯ মে, রবিবার বাইপাসের ধারে এক অভিজাত হোটেলে হবে ক্রিকেটারদের ড্রাফ্টিং।
অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেলে তৈরি হয়েছে শিলিগুড়ি স্ট্রাইকার্সের দল। সেখানে ১৮ বছর বয়সী যুধাজিৎ গুহর মতো তরুণের পাশাপাশি আছেন ৪০ বছরের রাজকুমার পালের মতো অভিজ্ঞ ক্রিকেটার। ক্রিকেটারদের ড্রাফটে ফ্র্যাঞ্চাইজি দলের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে মার্কি ক্রিকেটার, কোচেরা ছিলেন।
১৬ জন মহিলা ক্রিকেটার নিয়ে শিলিগুড়ি স্ট্রাইকার্স বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগের মহিলা বিভাগের জন্য শক্তিশালী দল গঠন করেছে। দল ঘোষণার পাশাপাশি বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগের জন্য সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স তাদের কোচও নির্বাচন করে ফেলল। বাংলার প্রাক্তন ক্রিকেটার তথা বাংলা দলের কোচ সৌরাশিষ লাহিড়ীকে ছেলেদের দলের হেড কোচ নির্বাচন করা হয়েছে। সহকারী কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সঞ্জীব কুমার গোয়েলকে। মেয়েদের দলের হেড কোচ হয়েছেন অর্পিতা ঘোষ। সহকারী কোচ হয়েছেন পামেলা ধর।
সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সের কর্ণধার ঋষভ ভাটিয়া বলেছেন, 'আমাদের পুরুষ এবং মহিলা দল তারুণ্য ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে গড়া হয়েছে। আমাদের লক্ষ্য শিলিগুড়ি এবং পার্শ্ববর্তী অঞ্চলে আমাদের দলের সমর্থকদের সেরা ক্রিকেট উপহার দেওয়া।'
গত সপ্তাহে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স তাদের পুরুষ এবং মহিলা দলের মার্কি ক্রিকেটার হিসেবে আকাশ দীপ ও প্রিয়ঙ্কা বালার নাম ঘোষণা করেছে। ২৭ বছর বয়সী আকাশদীপ ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করা ছাড়াও চলতি বছর ২০২৪ এর আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলছেন। প্রিয়ঙ্কা বালা চলতি বছরের ডব্লিউপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন।
ঘোষিত দল:
শিলিগুড়ি স্ট্রাইকার্স (পুরুষ): আকাশ দীপ (মার্কি ক্রিকেটার), ঋত্বিক রায়চৌধুরী, সূরয সিন্ধু জয়সওয়াল, বিকাশ সিংহ, অভিষেক রামন, রাজকুমার পাল, অঙ্কুর পাল, শান্তনু, যুবরাজ দীপক কেশওয়ানি, তুহিন বন্দ্যোপাধ্যায়, মহাদেব দত্ত, রাহুল গুপ্ত, রোহিত কুমার, আদিত্য সিংহ, ঋষভ বিবেক, বিশাল ভাটি (অনূর্ধ্ব ১৯) ও যুধাজিৎ গুহ (অনূর্ধ্ব ১৯)
স্ট্যান্ড বাই: আয়ূষ রায়, অনিকেত বিশ্বাস, অরিক্ত দাস, সৈকত বন্দ্যোপাধ্যায়, সায়ন কুমার বিশ্বাস ও নিখিল সিংহ
শিলিগুড়ি স্ট্রাইকার্স (মহিলা): প্রিয়ঙ্কা বালা (মার্কি ক্রিকেটার), বৃষ্টি মাজি, প্রীতি মণ্ডল, জানভি রাজ পাসওয়ান, দীপিতা ঘোষ, পম্পা সরকার, সমায়িতা অধিকারী, মল্লিকা রায়, প্রিয়া পাণ্ডে, অভিশ্রুতি ধর, সোহিনী যাদব, অঞ্জলি বর্মন, চন্দ্রিমা ঘোষাল, মুসকান সিংহ, স্নিগ্ধা বাগ, শ্রীতমা মালি।
আরও পড়ুন: বিতর্ক এড়াতে বাংলার কোচদের চুক্তিপত্রে বদল আনার পথে হাঁটছে সিএবি
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।