INDW vs AUSW: 'বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়াকে হারানো বিরাট কৃতিত্বের', হরমনদের শুভেচ্ছা ভুবির
Bhuvneswar Kumar On Indian Womens Cricket Team: ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ৩৩৮ রান বোর্ডে তুলেছিল অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল। অ্যালিসা হিলির দল ব্যাটিংটা বিশ্বচ্যাম্পিয়নের মতোই করে।

লখনউ: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের সেমিতে জয়। ২০১৭ সালের পর ২০২৫। ফের একবার শেষ চারে অজি শিবিরকে হারিয়ে বিশ্বকাপের মঞ্চে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ৩৩৯ রান তাড়া করতে নেমে জয়। পুরুষ ও নারীদের ক্রিকেট মিলিয়ে বিশ্বকাপের মঞ্চে এত বেশি রান তাড়া করে এর আগে কোনও দল কখনও জয় ছিনিয়ে নেয়নি। হরমনপ্রীত বাহিনীকে শুভেচ্ছা জানালেন তারকা পেসার ভুবনেশ্বর কুমার। অস্ট্রেলিয়াকে হারানো বিরাট কৃতিত্বের বলে উল্লেখ করলেন তিনি।
সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে ভুবনেশ্বর বলেন, ''ভারতীয় দল দারুণ পারফর্ম করেছে গোটা বিশ্বকাপে। এই ম্য়াচেও দারুণ খেলল মেয়েরা। কিন্তু অস্ট্রেলিয়া খুবই শক্তিশালী দল। সবচেয়ে বেশিবার ওরা বিশ্বকাপ জিতেছে। তাই ওদের বিশ্বকাপের মঞ্চে হারানোটা সত্যিই বিরাট কৃতিত্বের।''
ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ৩৩৮ রান বোর্ডে তুলেছিল অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল। অ্যালিসা হিলির দল ব্যাটিংটা বিশ্বচ্যাম্পিয়নের মতোই করে। হিলি ক্রান্তি গৌড়ের বিরুদ্ধে মাত্র পাঁচ রানে আউট হয়ে গেলে অ্যালিস পেরি নিজের অভিজ্ঞতায় ভর করে ফিবে লিচফিল্ডকে সঙ্গে নিয়ে পাল্টা লড়াই শুরু করেন। পাওয়ার প্লেতেই ৭২ রান যোগ করে ফেলে অস্ট্রেলিয়া। পেরিদের বিপক্ষে একসময় ভারতীয় বোলারদের কার্যত অসহায় দেখাচ্ছিল। দেখতে দেখতেই মাত্র ৭৭ বলে বিশ্বকাপ নক আউট ইতিহাসে দ্রুততম শতরানটি হাঁকিয়ে ফেলেন লিচফিল্ড। রাধা যাদবের বলে ৭৭ রানে ফেরেন পেরি। তবে অ্যাশলে গার্ডনার একপ্রান্ত থেকে আক্রমণ চালিয়ে যান। দুরন্ত অর্ধশতরানও হাঁকান তিনি। শেষ ওভারে ৬৩ রানে রান আউট হন গার্ডনার। দীপ্তির এই ওভারেই পড়ে তিন উইকেট। এক বল বাকি থাকতে ৩৩৮ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। জবাবে প্রতীকা রাওয়ালে পরিবর্তে দলে এসে নিজের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলা শেফালি বর্মা দুই চার মেরে শুরুটা করেও ১০ রানে আউট হন। রিভিউয়ে সাফল্য পায় অস্ট্রেলিয়া। গোটা টুর্নামেন্টে স্বপ্নের ফর্মে থাকা স্মৃতিও এদিন বড় রান পাননি। সেই রিভিউয়ের সুবাদে ২৪ রানে তাঁকে সাজঘরে ফেরায় অস্ট্রেলিয়া। ৫৯ রানে দুই উইকেট হারিয়ে বিরাট চাপে পড়ে গিয়েছিল ভারত। সেখান থেকে পার্টনারশিপ গড়েন জেমাইমা ও হরমনপ্রীত। দুজনে মিলে লম্বা পার্টনারশিপ গড়ে ভারতকে জয়ের ভিত গড়ে দেন। হরমনপ্রীত ফিরলেও আটকানো যায়নি জেমাইমাকে। তিনি দেশকে জিতিয়ে মাঠ ছাড়েন।




















