IND vs ENG 1st Test: স্টোকসের ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন, ইংল্যান্ড অধিনায়ককে নিয়ে বড় আপডেট দিলেন ম্যাকালাম
Ben Stokes: বিশ্বকাপের পরেই দীর্ঘদিনের হাঁটুর চোট থেকে নিরাময় পেতে অস্ত্রোপ্রচার করান বেন স্টোকস।
হায়দরাবাদ: দীর্ঘদিন ধরেই হাঁটুর ব্যথায় ভুগছিলেন বেন স্টোকস (Ben Stokes)। সেই ব্যথা থেকে নিরাময় লাভের জন্য গত বছর বিশ্বকাপ শেষের পরেই হাঁটুর অস্ত্রোপ্রচার করিয়েছিলেন বেন স্টোকস। সেই অস্ত্রোপ্রচারের পর সম্পূর্ণ ফিট হতে যথেষ্ট সময় পাননি স্টোকস। তাই ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিরিজ়ের আগে ইংল্যান্ড অধিনায়কের ফিটনেস নিয়ে প্রশ্নচিহ ছিলই। তবে অভয় দিচ্ছেন ইংল্যান্ডের টেস্ট দলের হেড কোচ ব্র্য়ান্ডন ম্য়াকালাম (Brendon McCullum)।
টেস্ট সিরিজ় শুরুর আগে ম্যাকালাম স্টোকসের ফিটনেস সম্পর্কে আপডেট দিতে গিয়ে বলেন, 'ওকে অনেকটা গ্রেহাউন্ডের মতো দেখতে। ও ভীষণ খাটা খাটনি করে। সবাই জানে ও ঠিক কতটা পরিশ্রমী। আমি ওকে ছুটতে দেখেছি এবং আমার মনে হয় ও মাঠে নামতে প্রস্তুত। আমরা ওর বিষয়ে যতটা পরে সম্ভব সিদ্ধান্ত নেব। তবে ও যা যা করণীয় সবটাই করেছে এবং বর্তমানে আমাদের অপেক্ষা করা বাদে আর কোনও বিকল্প নেই।' স্টোকস আসন্ন সিরিজ়ে কেবল ব্যাটার হিসাবে খেলেন না, তাঁকে হাত ঘোরাতেও দেখা যাবে, সেই নিয়েও আপাতত কিন্তু প্রশ্নচিহ্ন রয়েইছে।
সরে দাঁড়ালেন কোহলি
ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) প্রথম দুই টেস্টে খেলবেন না বিরাট কোহলি (Virat Kohli)। ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। যদিও কেন বিরাট বেন স্টোকসদের বিরুদ্ধে খেলবেন না, তা জানায়নি বোর্ড। বরং জানিয়েছে, এ নিয়ে যেন জল্পনা না করা হয়।
যদিও তাতে কৌতূহল থামছে না। তাহলে কি অনুষ্কা শর্মার সন্তানসম্ভবা হওয়ার খবর সঠিক? সন্তান জন্মের সময় অনুষ্কার পাশে থাকবেন বলেই কি প্রথম দুই টেস্ট থেকে সরে দাঁড়ালেন কোহলি? ভারতীয় ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানিয়েছে, কোহলি বোর্ডের কাছে প্রথম দুই টেস্টে ছুটি চেয়ে আবেদন করেছিলেন। ব্যক্তিগত কারণে ছুটি চেয়েছিলেন কোহলি। সেই ছুটি মঞ্জুর করা হয়েছে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের বিবৃতিতে লেখা হয়েছে, 'অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে কথা বলেছেন বিরাট। টিম ম্যানেজমেন্ট, নির্বাচকদের সঙ্গেও কথা বলেছেন। দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা সব সময় তাঁর কাছে প্রাধান্য পেয়ে এসেছে। কিন্তু এমন কিছু ব্যক্তিগত পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে ওঁর উপস্থিতি প্রয়োজন।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: বিশেষজ্ঞ ব্যাটার হিসাবে খেলবেন রাহুল, নিশ্চিত করলেন কোচ দ্রাবিড়, ইংল্যান্ড সিরিজ়ে কিপিংয়ে কে?