Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অনুশীলন ম্যাচ খেলতে নামবে রোহিত বাহিনী, প্রতিপক্ষ কারা?
Indian Cricket Team: পাকিস্তানেই সিংহভাগ ম্যাচ আয়োজিত হলেও, ভারতীয় দল নিরপেক্ষ ময়দান দুবাইয়েই নিজেদের সবকয়টি ম্য়াচ খেলবে।
দুবাই: দীর্ঘ টালবাহানার পর ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) মহারণ। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারতীয় দল নিজেদের টুর্নামেন্ট শুরু করবে। বিসিসিআইয়ের প্রস্তাবিত হাইব্রিড মডেলেই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে। অর্থাৎ পাকিস্তানেই সিংহভাগ ম্যাচ আয়োজিত হলেও, ভারতীয় দল নিরপেক্ষ ময়দান দুবাইয়েই নিজেদের সবকয়টি ম্য়াচ খেলবে। এই মাঠেই টুর্নামেন্ট শুরুর আগে ভারতীয় দল (Indian Cricket Team) এক অনুশীলন ম্যাচও খেলতে নামবে।
রিপোর্ট অনুযায়ী আইসিসি পাকিস্তানের চারটি ভেন্যুতে অনুশীলনের বিভিন্ন বন্দোবস্ত করতে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী আটটি দলের জন্য টুর্নামেন্ট শুরুর আগে অনুশীলন ম্যাচের আয়োজন করার ব্যবস্থা করছে। প্রসঙ্গত, করাচি, লাহৌর এবং রাওয়ালপিন্ডি, চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনকারী পাকিস্তানের এই তিনটি মাঠের না না ছবি সামনে এসেছে, যা দেখে অনেকেই মাঠগুলি এখনও খেলার উপযোগী বলে মনে করছেন না। তবে আইসিসির এমন কোনও উদ্বেগ নেই।
আইসিসির আধিকারিকরা পাকিস্তানের মাঠগুলির পুনর্বাসন নিয়ে কোনওরকম উদ্বেগ প্রকাশ করেননি। পাকিস্তান ক্রিকেট বোর্ড বারংবার দাবি করে এসেছে যে মাঠগুলির প্রস্তুতিতে কোনও খামতি নেই এবং সব মাঠের কাজই টুর্নামেন্ট শুরুর আগে নির্ধারিত সময়েই শেষ হয়ে যাবে। তবে তা সত্ত্বেও কোনও কোনও মহলে দাবি করা হচ্ছিল যে আইসিসি প্রস্তুতির গতি নিয়ে সন্তুষ্ট নয় এবং ফলস্বরূপ গোটা টুর্নামেন্টই সংযুক্ত আরব আমিরশাহিতে স্থানান্তরিত করতে পারে। তবে এমনটা হচ্ছে না।
শোনা যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই ভারতীয় দল একদিকে যেখানে যশপ্রীত বুমরার চোট নিয়ে উদ্বিগ্ন, সেখানে দলের শক্তিও বাড়তে চলেছে। দলে ফিরতে চলেছেন বহু যুদ্ধে ঘোড়া মহম্মদ শামি। খবর অনুযায়ী ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সাদা বলের সিরিজ়েই শামিকে ফের একবার জাতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে।
শামি ঘরোয়া ক্রিকেটে বহুদিন আগে থেকেই মাঠে নেমে পড়েছেন। রঞ্জি ট্রফি, সৈয়দ মুস্তাক আলিতে খেলেছেন। তারপরেই আশা ছিল বর্ডার-গাওস্কর ট্রফিতে তাঁকে দেখা যাবে। কিন্তু হাঁটুতে হালকা ফোলা থাকায় তাঁকে ফিটনেসের ছাড়পত্র দেয়নি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির মেডিক্যাল দল। তবে তারকা ফাস্ট বোলার পুরোপুরিভাবে ফিট হওয়ার পথে। কড়া রিহ্যাবের পর তাঁর ফিটনেসের দিকে নজর রেখেছে এনসিএ। তাঁরা ছাড়পত্র দিলেই এ মাসেই জাতীয় দলে শামির প্রত্যাবর্তন ঘটতে পারে।
আরও পড়ুন: বুমরাকে টিম ইন্ডিয়ার অধিনায়ক করলে তাঁর কেরিয়ারের দৈর্ঘ্য কমবে! দাবি ভারতীয় প্রাক্তনীর