Champions Trophy: ওয়ান ডে ক্রিকেটে ৬ বছর পর ফিরল শুরুর আতঙ্ক, টানা টস হারাতেও রেকর্ড ভারতের
India vs NZ: রবিবার নিউজ়িল্যান্ডের (India vs NZ) বিরুদ্ধে শুরুতেই চাপে পড়ে গেল ভারতের ব্যাটিং। সঙ্গে হল একাধিক রেকর্ড। রইল ঝলক।

দুবাই: রবিবার নিউজ়িল্যান্ডের (India vs NZ) বিরুদ্ধে শুরুতেই চাপে পড়ে গেল ভারতের ব্যাটিং। সঙ্গে হল একাধিক রেকর্ড। রইল ঝলক।
৬.৪ - এই সংখ্যক ওভারেই ভারতের প্রথম তিন ব্যাটারকে ড্রেসিংরুমে পেরালেন নিউজ়িল্যান্ডের বোলাররা। রবিবার দুবাইয়ে শুরুতেই চাপে পড়ে যায় ভারত। ২০১৯ সালের ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনালে ৩.১ ওভারে ভারতের ব্যাটিং অর্ডারের টপ থ্রি-কে তুলে নিয়েছিল নিউজ়িল্যান্ড। তারপর ফের ওয়াবন ডে ক্রিকেটে এত তাড়াতাড়ি প্রথম তিন ব্যাটারকে হারাল ভারত।
২ - এ নিয়ে মোটে দ্বিতীয়বার ওয়ান ডে ক্রিকেটে ইনিংসের প্রথম ১০ ওভারের মধ্যে ফিরে গেলেন রোহিত শর্মা (Rohit Sharma), শুভমন গিল (Shubman Gill) ও বিরাট কোহলি (Virat Kohli)। এর আগে ২০২৩ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে তিন তারকা ১০ ওভারের মধ্যে আউট হয়ে গিয়েছিলেন। রবিবার দুবাইয়ে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ নিয়ে মোট ২৯ ওয়ানব ডে ম্যাচে ভারতের ব্যাটিং অর্ডারে প্রথম তিনে ছিলেন রোহিত, গিল ও কোহলি।
১৯ - রবিবার প্রথম ১০ ওভারের মধ্যে ভারতীয় ব্যাটাররা মোট ১৯টি এমন শট খেললেন, যা তাঁদের নিয়ন্ত্রণে ছিল না। পাওয়ার প্লে-তে কিউয়ি পেসারদের বিরুদ্ধে বারবার বিব্রত হতে দেখা গিয়েছে ভারতীয় ব্যাটারদের। ২০১৫ সাল থেকে মাত্র ২ বার প্রথম ১০ ওভারের মধ্যে ভারতীয় ব্যাটাররা এর চেয়ে বেশি অনিয়ন্ত্রিত শট খেলেছেন। ২০১৭ সালে ধর্মশালায় শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ১০ ওভারের মধ্যে ভারতীয় ব্যাটাররা ২২ বার আলগা শট খেলেছিলেন। ২০২২ সালে লখনউয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ১০ ওভারের মধ্যে ভারতীয় ব্যাটাররা ২২টি নিয়ন্ত্রণে ছিল না এমন শট খেলেছিলেন।
৩৩ - নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে এর আগের ৫টি ওয়ান ডে ম্যাচে পাওয়ার প্লে-তে উইকেট প্রতি ৩৩ রান করে তুলেছিল ভারত। সেই পাঁচ ম্যাচে পাওয়ার প্লে-তে একটিমাত্র উইকেট হারিয়েছিল ভারত। ওভার প্রতি ৬.৬৬ রান রেট রেখে রান তুলেছিল। যদিও রবিবার পাওয়ার প্লে-তে মাত্র ৩৭ রান তুলতে গিয়ে তিন উইকেট হারাল ভারত।
১০ - রোহিত শর্মা ওয়ান ডে ক্রিকেটে টানা ১০ ম্যাচে টস হারলেন। ১৯৯৮-৯৯ সালে ব্রায়ান লারা টানা ১২ ম্যাচে টসে হেরেছিলেন। ২০১১-১৩ সালে পিটার ব্যারেন টানা ১১ ম্যাচে টস হেরেছিলেন। সব মিলিয়ে ওয়ান ডে-তে টানা ১৩ ম্যাচে টস হারল ভারত। এর আগে টানা ১১ ম্যাচে টস হারার নজির ছিল নেদারল্যান্ডসের।
৭ - বিরাট কোহলি সপ্তম ভারতীয় ক্রিকেটার হিসাবে ৩০০ ওয়ান ডে ম্যাচ খেললেন। সব মিলিয়ে বিশ্বে ২২ ক্রিকেটার ৩০০ বা তার বেশি ওয়ান ডে ম্যাচ খেলেছেন।
আরও পড়ুন: অবিশ্বাস্য ক্যাচে আউট কোহলি, গ্যালারিতে মাথায় হাত স্ত্রী অনুষ্কার




















