Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের দল নিয়ে অখুশি অশ্বিন, বিঁধলেন নির্বাচকদের!
Indian Cricket Team: ২০ ফেব্রুয়ারি ভারতীয় দল নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করবে।

নয়াদিল্লি: দীর্ঘ টালবাহানার পর হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন হতে চলেছে। গত শনিবারই চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) জন্য ভারতীয় দলের ঘোষণাও করা হয়ে গিয়েছে। এই দল নিয়ে অনেকেই নির্বাচকদের সমালোচনা করেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন সদ্য প্রাক্তন হওয়া আর অশ্বিন (Ravichandran Ashwin)। তাঁর উদ্বেগের জায়গা মূলত দুইটি। ভারতীয় দলের আট নম্বর ব্যাটার কে? এবং দলে বাঁ-হাতি ব্যাটার কই?
অশ্বিন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেন, 'এটা অনেকটা ২০২৩ সালের বিশ্বকাপের মতোই। রোহিত শর্মা এবং শুভমন গিল ওপেন করবে এবং দুইজনে ডান হাতি। তারপর বিরাট কোহলি এবং ওর বিশ্বকাপে পারফরম্যান্স যা ছিল, শ্রেয়স আইয়ার সম্ভবত চার নম্বরে ব্যাট করবে। এরপর কেএল রাহুল। তারপর ছয়ে রবীন্দ্র জাডেজা এবং অক্ষর পটেলের একজন এবং সাতে হার্দিক পাণ্ড্য। আমাদের প্রথম সাতে তো বাঁ-হাতিই নেই। এই দলের বাইরে যশস্বী জয়সওয়াল এবং ঋষভ পন্থ রয়েছে।'
এই দলে আদৌ জয়সওয়াল জায়গা পাবেন কি না, সেই নিয়ে সন্দিহান অশ্বিন। 'কেউ চোট পেলে তবেই হয়তো জয়সওয়াল সুযোগ পাবে। যশস্বী ও রোহিতকে দিয়ে ওপেন করিয়ে শুভমনকে তিনে নামানোর বিকল্প আছে। তারপর বিরাট চারে নামবে। এর পরে কেএল রাহুল বা পন্থের একজন সুযোগ পাবে। যশস্বী খেললে শ্রেয়স আইয়ারকে বাদ পড়তে হবে। এটার সম্ভাবনা কম হলেও, ভারতীয় দলের যশস্বীর ফর্মকে কাজে লাগানো উচিত।' মত অশ্বিনের।
দলের আট নম্বর ব্যাটার প্রসঙ্গে অশ্বিনের দাবি, 'গৌতম গম্ভীর ওয়াশিংটনকে ওর ব্যাটিং দক্ষতার জন্য খুব প্রাধান্য দেয়। ও যে কোনও জায়গায় ব্যাট করতে পারে। যদি বিশ্বকাপের ফর্ম্যাট দেখা হয়, তাহলে জাড্ডু বা অক্ষরের মধ্যে একজন ছয়ে ব্যাট করবে। হার্দিক সাত এবং ওয়াশিংটন আটে। তবে ও আটে ব্যাট করলে দলের ব্যাটিং দুর্বল হয়ে যায়। এর মধ্যে নীতীশ রেড্ডিকে ঢোকানোর মানে হয় কোনও? কুলদীপ নয়ে খেললে দুই স্পিনার এবং তিন স্পিনার নিয়ে নামবে ভারত। নীতীশকে খেলালে ও আটে ব্য়াট করতে পারে। তাহলে কুলদীপ নয়ে ব্যাট করলে আরও দুই ফাস্ট বোলার খেলানো যাবে। এর ফলে দলে চারটি ফাস্ট বোলার ও দুইটি স্পিনারের বিকল্প থাকবে।'
আরও পড়ুন: ইডেনে সম্মুখসমরে ভারত-ইংল্যান্ড, ঐতিহাসিক মাঠে ভারতীয় দলের রেকর্ড কেমন?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
