Cooch Behar Trophy: 'মাত্র ২৩ রানের জন্য...', ২৯৭ রানের ইনিংসের পর ছেলেকে বিশেষ শুভেচ্ছাবার্তা সহবাগের, জয় বাংলার
Aaryavir Sehwag: মেঘালয়ের বিরুদ্ধে ৩০৯ বলে ২৯৭ রানের ইনিংস খেলেন আর্যবীর সহবাগ। তাঁর ইনিংস সাজানো ছিল ৫১টি চার ও তিনটি ছক্কায়।
নয়াদিল্লি: বাবা আন্তর্জাতিক ক্রিকেটে দুইবার ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন। ছেলেও সেই পথেই এগোচ্ছিল। তবে তিন রানের জন্য হাতছাড়া হল ট্রিপল সেঞ্চুরি। কোচবিহার ট্রফিতে (Cooch Behar Trophy) দিল্লির হয়ে মাঠে নেমে গতকালই দ্বিশতরান হাঁকিয়ে ফেলেছিল কিংবদন্তি ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ-পুত্র আর্যবীর (Aaryavir Sehwag)। আজ তার স্মরণীয় ইনিংসটি থামল ২৯৭ রানে। অপরদিকে, ঘরের মাঠে ইনিংস ও ৮৭ রানে সৌরাষ্ট্রের বিরুদ্ধে দাপুটে মেজাজে জয় পেল বাংলার অনূর্ধ্ব ১৯ দলও।
বাংলার ঝাঁঝালো বোলিংয়ের বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র ৯৪ রানেই গুটিয়ে গিয়েছিল সৌরাষ্ট্রের প্রথম ইনিংস। জবাবে আকাশের ১৩৭ রানের ইনিংসে ভর করে বাংলা প্রথম ইনিংসে বিরাট লিড নিতে সক্ষম হয়। ৪২৮ রান তোলে বাংলার ছোটরা। আকাশ বাদেও ৭৪ রানের ইনিংসে নজর কাড়েন অঙ্কিত চট্টোপাধ্যায়। বিশাল ভাটির ব্যাট থেকেও আসে নজরকাড়া ৬৫ রানের ইনিংস। এছাড়া দেবাংশু পাখিরা ৪১ ও অগ্নিশ্বর দত্ত ৩৪ রানের ইনিংস খেলেন। সৌরাষ্ট্রের হয়ে চার উইকেট নিয়ে মোহিত উলভা দলের একমাত্র তারকা যিনি নজর কাড়েন।
জবাবে গতকাল দ্বিতীয় ইনিংসেও তিন উইকেটে ৬৭ রান তুলেছিল। তবে আজ আর বেশিদূর এগোতে পারেনি তাঁরা। ম্যাচে যুদ্ধজিৎ-র আট, বিশাল ভাটি পাঁচ উইকেট নেন। দেবাংশু পাখিরাও মোট চারটি উইকেট নিয়ে বাংলার জয় সুনিশ্চিত করেন। মণীশ যাদব ৮২ রানের ইনিংস খেলে খানিকটা লড়াই করেন বটে। তবে ২৪৭ রানেই অল আউট হয়ে যায় সৌরাষ্ট্র। মুম্বই, গুজরাতের বিরুদ্ধেও জয় পেয়েছিল বাংলার ছোটরা। নাগাড়ে তৃতীয় ম্যাচ জিতে এলিট গ্রুপ 'বি'-র শীর্ষে রয়েছেন আকাশরা। তাঁদের দখলে বর্তমানে ২০ পয়েন্ট।
মেঘালয়ের বিরুদ্ধে ৩০৯ বলে ২৯৭ রানের ইনিংস খেলে আর্যবীর সহবাগ। তাঁর ইনিংস সাজানো ছিল ৫১টি চার ও তিনটি ছক্কায়। মেঘালয়ের ২৬০ রানের বিরুদ্ধে ব্যাটে নেমে আর্যবীরের ইনিংসের সুবাদেই পাঁচ উইকেটের বিনিময়ে ৬২৩ রান তুলে বেশ ভাল জায়গায় রয়েছে দিল্লি। তবে এদিন কিন্তু ছেলের সাফল্য বাবা বীরুর সোশ্যাল মিডিয়া পোস্টটি বেশি নজর কাড়ল। বীরু লেখেন, 'খুব ভাল খেলেছ আর্যবীর। মাত্র ২৩ রানের জন্য ফেরারিটা হাতছাড়া হয়ে গেল। তবে ভাল খেলেছ এবং নিজের মধ্যে এই খিদেটা বাঁচিয়ে রাখ। আশা করছি ভবিষ্যতে তুমি আরও বড় বড় সেঞ্চুরি, ডবল হান্ড্রেড, ট্রিপল হান্ড্রেড করবে। খেলা চালিয়ে যাও।'
Well played @aaryavirsehwag . Missed a Ferrari by 23 runs. But well done, keep the fire alive and may you score many more daddy hundreds and doubles and triples. Khel jaao.. pic.twitter.com/4sZaASDkjx
— Virender Sehwag (@virendersehwag) November 22, 2024
তবে সহবাগের পোস্টটির তাৎপর্যটা ঠিক কী? আর ২৩ রান করলেই কেন ছেলেকে ফেরারি উপহার দিতেন ভারতীয় প্রাক্তনী? সহবাগের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ স্কোর ৩১৯ রান। ২০১৫ সালে সহবাগ জানিয়েছিলেন তাঁর ছেলে যদি স্কুল ক্রিকেটেও তাঁর ৩১৯ রানের গণ্ডি পার করতে পারে, তাহলে তাদের তিনি ফেরারি কিনে দেবেন। সেই বিশেষ উপহারের একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন আর্যবীর। তবে শেষমেশ ৩১৯ রানের বেশ খানিকটা আগেই থামল তাঁর ইনিংস।
পনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: কোহলির হাত থেকে পান টেস্ট ক্যাপ, অভিষেকের পূর্বে গম্ভীরের পেপ-টকই উদ্বুদ্ধ করে নীতীশকে