Sunil Narine: ২২ গজে লাল কার্ড! মাঠের বাইরে যেতে বাধ্য হলেন সুনীল নারইন
Trinbago Knight Riders: ট্রিনবাগো বনাম সেন্ট কিটসের ম্যাচে লাল কার্ড দেখতে হয় সুনীল নারাইনকে।
নয়াদিল্লি: সাম্প্রতিককালে নির্ধারিত সময়ে যাতে বোলিং দল নিজেদের ওভার শেষ করে, তার জন্য আইসিসি তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ম্যাচ ফি কাটা থেকে, ৩০ গজ সার্কেলের মধ্যে ফিল্ডার আনা, সবই এই প্রচেষ্টারই অঙ্গ। মন্থর গতির ওভার রেটের সমস্যা দূর করার জন্য চলতি জন্য এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (CPL 2023) এক অভিনব নিয়ম চালু হয়েছে। সেই নিয়ম অনুযায়ী আম্পায়ার লাল কার্ড দেখালে এক ক্রিকেটারকে কম নিয়েই খেলতে হবে বোলিং দলকে।
সিপিএল কর্তৃপক্ষের চালু করা নতুন নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে যদি ১৮তম ওভার শুরু করা না যায়, তাহলে একজন ফিল্ডারকে সার্কেলের মধ্যে আনতে হবে। ১৯তম ওভারও যদি নির্ধারিত সময়ে শুরু না করা যায়, তবে আরও একজন ফিল্ডারকে সার্কেলের মধ্যে আনতে হবে। আর যদি ২০তম ওভারেও এই ধারা বজায় থাকে, তবে একজন ফিল্ডারকে সম্পূর্ণভাবেই মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হবে। এই গোটা বিষয়টাই নতুন। আর আগে কোনও ক্রিকেট টুর্নামেন্টে কিন্তু এমন নিয়ম দেখা যায়নি।
এবার এই নিয়ম অনুযায়ীই শাস্তির মুখে পড়তে হল ট্রিনবাগো নাইট রাইডার্সকে (Trinbago Knight Riders)। মন্থর গতির জন্যই টিকেআরের অধিনায়ক কায়রন পোলার্ডকে বাধ্য হয়েই সুনীল নারাইনকে (Sunil Narine) মাঠের বাইরে পাঠাতে হয়। সেন্ট কিটস এবং নেভিস প্যাটট্রিয়টসের বিরুদ্ধে টিকেআরের ম্যাচে নাইটদের বোলিং ইনিংসের শেষ ওভার শুরুর আগেই আম্পায়ার লাল কার্ড দেখান। সঙ্গে সঙ্গে টিকেআর অধিনায়ক পোলার্ড নারাইনকে মাঠের বাইরে যাওয়ার নির্দেশ দেন।
SENT OFF! The 1st ever red card in CPL history. Sunil Narine gets his marching orders 🚨 #CPL23 #SKNPvTKR #RedCard #CricketPlayedLouder #BiggestPartyInSport pic.twitter.com/YU1NqdOgEX
— CPL T20 (@CPL) August 28, 2023
তবে ততক্ষণে নারাইন নিজের নির্ধারিত চার ওভার বল করে ফেলেছিলেন। তাই নারাইনকে তাঁর অভাব টের পেতে হয়নি। তিনি নিজের নির্ধারিত চার ওভারে দুর্দান্ত বোলিং করে ২৪ রানের বিনিময়ে তিন উইকেট নেন। ম্যাচে সেন্ট কিটস প্রথমে ব্য়াট করে পাঁচ উইকেটের বিনিময়ে ১৭৮ রান তোলে। জবাবে পুরানের ৬১ ও পোলার্ডের অপরাজিত ৩৭ রানের সুবাদে ১৭ বল বাকি থাকতেই ছয় উইকেটে ম্য়াচ জিতে নেয় টিকেআর।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বিশ্বকাপের আগেই অস্ট্রেলিয়ার কপালে চিন্তার ভাঁজ, গোড়ালির চোটে নাজেহাল ম্যাক্সওয়েল