Cyclone Michaung: ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত তামিলনাড়ু, 'সেকেন্ড হোম'র দুর্দশা দেখে উদ্বেগ প্রকাশ সিএসকে তারকার
Tamil Nadu: ঘূর্ণিঝড় মিগজাউমের জেরে ইতিমধ্যেই একাধিক ব্যক্তির প্রাণ হারিয়েছেন। বন্ধ চেন্নাই বিমানবন্দর, বাতিল শতাধিক ট্রেন।
নয়াদিল্লি: মিগজাউমের (Cyclone Michaung) প্রভাবে লণ্ডভণ্ড তামিলনাড়ু (Tamil Nadu)। ভারী থেকে অতিভারী বৃষ্টির দাপটে স্তব্ধ চেন্নাই এবং লাগোয়া এলাকার জনজীবন। ইতিমধ্যেই আইএডি আগামী ২৪ ঘণ্টায় চেন্নাই ও লাগোয়া এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে। ফলে উদ্বেগ বেড়েছে বাসিন্দাদের, চিন্তায় স্থানীয় প্রশাসনও। নিজের 'সেকেন্ড হোম'র এমন পরিস্থিতি থেকে চিন্তায় চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) তারকা ক্রিকেটার মাহিশ থিকসানা (Maheesh Theekshana)।
সিএসকে তথা শ্রীলঙ্কান তারকা সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করে লেখেন, 'আমার দ্বিতীয় বাড়ি, চেন্নাইয়ের কিছু উদ্বেগজনক ফুটেজ দেখলাম। এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ সকলের প্রতি আমার ভালবাসা রইল এবং সকলের জন্য আমি প্রার্থনা করছি। শক্ত থাকুন, সুরক্ষিত থাকুন। আমরা সকলে মিলে এর বিরুদ্ধে লড়াই করব।'
😢 Just watched some concerning footage from my second home 🏡, Chennai. Sending all my love and prayers to everyone affected. Stay strong, stay safe. We're in this together. 🙏💛💛💛☁️🌪️ #yellove #StaySafeChennai #CycloneMichaung https://t.co/niA7m1H4tI
— Maheesh Theekshana (@maheesht61) December 4, 2023
সোমবার তামিলনাড়ু থেকে আগত ছবি সকলেরই চিন্তা বাড়িয়েছে। এই ঘূর্ণিঝড়ে ইতিমধ্যেই একাধিক মৃত্যুর খবর সামনে এসেছে। ঘূর্ণিঝড় থেকে প্রবল বৃষ্টি এবং সেই বৃষ্টির জল জমে আটকে পড়েছেন বহু বাসিন্দা। তাঁদের উদ্ধারে নেমেছে সেনা। সাফল্যও পেয়েছেন তাঁরা। ভারতীয় সেনার ১২টি মাদ্রাজ ইউনিট মুগালিভক্কম এবং মানাপক্কম থেকে উদ্ধার করেছে একাধিক বাসিন্দাকে।
বৃষ্টির জেরে স্তব্ধ বিমানবন্দর থেকে রেল স্টেশন সবকিছুই। বিমানবন্দরে জল জমায় বাতিল হয়েছে একাধিক বিমান। বাতিল হয়েছে শতাধিক ট্রেন। বহু রাস্তায় কোমর পর্যন্ত জল জমে থাকায় আটকে যানবাহন। তবে এই ঝড় আপাতত বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হয়েছে। তবে মৌসম ভবন জানিয়েছে মঙ্গলবার, অন্ধ্রপ্রদেশ উপকূলের নেল্লোর এবং মছলিপত্তনমের মধ্যে দিয়ে যাবে এই ঘূর্ণিঝড়। ৫ ডিসেম্বর দুপুরবেলা অতি সক্রিয় এবং শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে মিগজাউম। তারপর তা পেরিয়ে যাবে নেল্লোর এবং মছলিপত্তনম যা বাপতারা এলাকার কাছাকাছি অবস্থিত। আইএমডি (IMD Report) সূত্রে এমনটাই জানা গিয়েছে।
তামিলনাড়ু, পন্ডিচেরির একাধিক এলাকায় লাল ও কমলা সতর্কতা জারি হয়েছিল আগেই। পূর্বাভাস মেনেই ভারী বৃষ্টি হয়েছে এইসব এলাকায়। মঙ্গলবার তামিলনাড়ুতে এই ঘূর্ণিঝড় কম সক্রিয় থাকবে বলে জানানো হলেও, আটটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই জেলাগুলি হল- থিরুভান্নামালাই, ভিল্লুপুরম, পুদুকোট্টাই, থাঞ্জাভুর, কন্যাকুমারী, তিরুনেলভেলি, থুথুকুডি এবং থেনি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
আরও পড়ুন: বিশ্বের দুই পয়লা নম্বর তারকা, এক মঞ্চে দেখা হয়ে গেল শুভমন-শীতলের