David Warner Retirement: শততম টেস্টে ঐতিহাসিক দ্বিশতরান করেই অবসর নিয়ে মুখ খুললেন ওয়ার্নার
David Warner: মাত্র দ্বিতীয় ব্যাটার হিসাবে নিজের শততম টেস্টে দ্বিশতরান হাঁকান ডেভিড ওয়ার্নার।
মেলবোর্ন: তিন বছর ধরে টেস্টে শতরান না করায় ডেভিড ওয়ার্নার (David Warner) তীব্র সমালোচনার শিকার হয়েছিলেন। তবে নিজের শততম টেস্টেই সমালোচকদের দুরন্তভাবে জবাব দিলেন ওয়ার্নার। ২০০ রানের ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার (AUS vs SA 2nd Test) জয়ের ভিত গড়েন তারকা ব্যাটার। এই দুরন্ত ইনিংসের পরেই নিজের অবসর নিয়ে মুখ খুললেন তারকা অজি ব্যাটার।
অবসর প্রসঙ্গে ওয়ার্নার
ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার দুরন্ত জয় প্রসঙ্গে কথা বলতে গিয়ে ওয়ার্নার বলেন, 'দলের সকলের সম্মিলিত পারফরম্যান্সের সুবাদেই আমরা এই দারুণ জয়টা পেয়েছি। (ক্যামেরন) গ্রিন ও (মিচেল) স্টার্ক অসাধারণ পারফর্ম করেন। (অ্যালেক্স) ক্যারিও দুর্দান্ত শতরান হাঁকিয়েছে। ভরা এমসিজির সামনে শততম টেস্ট খেলার অভিজ্ঞতাটা এক কথায় অনবদ্য। এই ইনিংসটা আমার কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস। আমরা মধ্যে বরাবরই বড় স্টেজে পারফর্ম করার আত্মবিশ্বাস আছে।'
এরপরেই নিজের অবসর প্রসঙ্গে ৩৬ বছর বয়সি ওয়ার্নার বলেন তিনি আপাতত পরের বছরের বিশ্বকাপে খেলতে আগ্রহী। 'আমি পরের বছরের বিশ্বকাপ খেলতে আগ্রহী। আমি নিজেকে ফিট রাখার চেষ্টা করব এবং চেষ্টা করব যাতে নিজের ফর্মটা ধরে রাখতে পারি। তবে ওঁরা (টিম ম্যানেজমেন্ট) যদি আমার কাঁধে হাত রেখে আমায় থামতে বলে, তাহলেও আমি (অবসর নিতে) তৈরি।' দাবি ওয়ার্নারের।
অস্ট্রেলিয়ার জয়
এমনিই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মেলবোর্নে দ্বিতীয় টেস্ট ও সিরিজ জিতে ফাইনালের টিকিট পাকা করার দিকে আরও একধাপ এগোলেন প্যাট কামিন্সরা। ১৮২ রানে প্রোটিয়াদের দ্বিতীয় টেস্ট ম্যাচে হারাল অজিরা। টানা দুই টেস্ট ম্যাচ হারের ফলে দক্ষিণ আফ্রিকার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর পথ কঠিন হল।
১৫ রানে এক উইকেট থেকে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। গোটা সিরিজেই দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা ব্যর্থ হয়েছেন। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসেও সেই ব্যর্থতা অব্যাহত রইল। নিরন্তর ব্যবধানে উইকেট হারিয়ে মাত্র ২০৪ রানেই প্রোটিয়ারা দ্বিতীয় ইনিংসে অল আউট হয়ে গেল। ন্যাথন লায়ন বল হাতে তিন উইকেট নেন, দুই উইকেট নেন স্কট বোল্যান্ড। তবে দ্বিতীয় ইনিংসে বল করা সকল অজি খেলোয়াড়রাই উইকেট পান। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও স্টিভ স্মিথ, সকলেই একটি করে উইকেট নেন। রান আউটে বাকি দুই উইকেট হারায় প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার হয়ে তেম্বা বাভুমাই কার্যত একা লড়াই করেন। তিনি প্রোটিয়াদের হয়ে সর্বাধিক ৬৫ রান করেন।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকা হারায় ফাইনালে ওঠার সম্ভাবনা বাড়ল ভারতের