T20 World Cup: রোহিত নয়, পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য কাকে অধিনায়ক চাইছেন শ্রীকান্ত?
T20 World Cup, Indian Captain: ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় রোহিত শর্মার বয়স হবে ৩৭। অন্য়দিকে হার্দিকের নেতৃত্বে আইপিএল অভিষেকেই চ্যাম্পিয়ন হয়েছে গুজরাত টাইটান্স।
মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) সেমিফাইনালে ইংল্য়ান্ড ১০ উইকেটে হারিয়ে দিয়েছে ভারতকে (Indian Cricket Team)। এরপরই ভারতীয় দলে বদলের আওয়াজ উঠেছে। যা নিয়ে বিভিন্ন ক্রিকেট ব্যক্তিত্ব নানারকম মন্তব্য করেছেন। বিশেষ করে টি-টোয়েন্টি ফর্ম্যাটে (T20 Format) ভারতীয় দলের নেতৃত্বভার রোহিতের (Rohit Sharma) বদলে অন্য কারও হাতে তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেছেন অনেকে। প্রাক্তন নির্বাচক ও তিরাশির বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য কৃষ্ণমাচারি শ্রীকান্ত (K Srikkanth) বলেন রোহিতের বদলে অবিলম্বে হার্দিক পাণ্ড্যকে টি-টোয়েন্টি ফর্ম্যাটে ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত করা উচিত।
কী বলছেন শ্রীকান্ত?
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতের পারফরম্যান্স দেখে শ্রীকান্ত বলেন, ''আমি যদি নির্বাচক কমিটিতে থাকতাম, তবে অবশ্যই হার্দিক পাণ্ড্যকে অধিনায়ক পদের দাবিদার বলতাম। তার কারণ ২০২৪ সালে আমার মনে হয় টি-টোয়েন্টি বিশ্বকাপে হার্দিকের অধিনায়ক থাকা উচিত। এখনও পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ২ বছর রয়েছে। তাই পুরো দলটাই নতুন করে গড়ে তোলার সময় আছে।''
উল্লেখ্য, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় রোহিত শর্মার বয়স হবে ৩৭। অন্য়দিকে হার্দিকের নেতৃত্বে আইপিএল অভিষেকেই চ্যাম্পিয়ন হয়েছে গুজরাত টাইটান্স। তাই অধিনায়ক পদের জন্য বড় দাবিদার তিনি। সূত্রের খবর, কোচ দ্রাবিড়, রোহিত ও বিরাট মিলে দ্রুত একটি বৈঠক রয়েছে বিসিসিআইয়ের। সেখানেই হয়ত ভবিষ্যেতর রূপরেখা তৈরি হয়ে যাবে।
ওয়েলিংটনে আগামী ১৮ তারিখ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নামবে ২ দল। এরমধ্যেই হার্দিকের নেতৃত্বে গোটা দল চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত। ঋষভ পন্থ সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাবেন। এছাড়াও ঈশান কিষাণ, দীপক হুডা, হর্ষল পটেল, সঞ্জু স্য়ামসনের মত তরুণরা রয়েছেন স্কোয়াডে। এছাড়াও নিউজিল্য়ান্ডের গতিময় পিচের কথা মাথায় রেখে উমরান মালিককেও নেওয়া হয়েছে টি-টোয়েন্টি স্কোয়াডে।
ভারতীয় শিবিরে মহেন্দ্র সিংহ ধোনি?
অস্ট্রেলিয়ায় সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের একবার হৃদয়ভঙ্গ হয়েছে ভারতীয় ক্রিকেট দলের। সেমিফাইনালেই ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে পরাজিত হয়েছিল টিম ইন্ডিয়া। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে এখনও দুই বছর সময় রয়েছে। সেই বিশ্বকাপের আগে এবারের ব্যর্থতার ময়নাতদন্ত করে ভারতীয় বোর্ড প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেই আশা করা হচ্ছে। শোনা যাচ্ছে ভারতীয় বোর্ড দলের ভাগ্য বদল করতে মহেন্দ্র সিংহ ধোনিকে ফেরাতে আগ্রহী।