Fact Check: ভারতীয় দলের নির্বাচক হতে চেয়ে আবেদন করেছেন প্রবীণ কুমার? উত্তর প্রদেশের ক্রিকেটারকে নিয়ে জল্পনা
Indian Cricket Team: সংবাদ সংস্থা আইএএনএস (IANS)-এর খবর অনুযায়ী, বিসিসিআই-এর এক উচ্চপদস্থ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, প্রবীণ কুমার নির্বাচক পদের জন্য কোনও আবেদন করেননি ।

মুম্বই: প্রায় ২ সপ্তাহ আগে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) ঘোষণা করে জানায় যে, ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটিতে ২ জন নতুন সদস্য নিয়োগ করা হবে । নির্বাচক পদের জন্য আবেদন করার শেষ তারিখ ছিল ১০ই সেপ্টেম্বর । অনেকেই কৌতূহলী হয়ে পড়েছেন, কোন দুজনকে নির্বাচক কমিটিতে দেখা যাবে তা নিয়ে । এরই মধ্যে জোর খবর যে, অভিজ্ঞ ফাস্টবোলার প্রবীণ কুমার নির্বাচক পদের জন্য আবেদন করেছেন । সত্যিই কি প্রবীণ নির্বাচক পডের জন্য আবেদন করেছেন? উত্তর পেতেই এই প্রতিবেদনের উপস্থাপনা ।
প্রবীণ কুমার গত এক বছর ধরে উত্তরপ্রদেশ সিনিয়র পুরুষ দলের প্রধান নির্বাচক হিসেবে কাজ করছেন । ২ জন নতুন নির্বাচক নিয়োগের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড শর্ত রেখেছিল যে, আবেদনকারীকে অন্তত ৫ বছর আগে ক্রিকেট থেকে অবসর নিতে হবে । প্রবীণ কুমার সেই বিভাগের অধীনেই পড়েন ।
NEWS 🚨 - BCCI announces the release of the Invitation for Expression of Interest for National Team Lead Sponsor Rights
— BCCI (@BCCI) September 2, 2025
More details here 👇https://t.co/Qx6YZvYWrw pic.twitter.com/0e0vCoIdBT
আসলে সত্যিটা কী?
সংবাদ সংস্থা আইএএনএস (IANS)-এর খবর অনুযায়ী, বিসিসিআই-এর এক উচ্চপদস্থ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, প্রবীণ কুমার নির্বাচক পদের জন্য কোনও আবেদন করেননি । প্রবীণ কুমার তাঁর অসাধারণ সুইং বোলিংয়ের জন্য পরিচিত ছিলেন । তিনি ভারতের হয়ে ৬টি টেস্ট, ৬৮টি ওয়ান ডে ম্যাচ এবং ১০টি টি-২০ ম্যাচ খেলেছেন, যেখানে তিনি মোট ১১২টি উইকেট নিয়েছেন ।
বিসিসিআই নির্বাচক পদের যোগ্যতার কথা ঘোষণা করে জানায় যে আবেদনকারীকে অবসর নেওয়ার পর অন্তত পাঁচ বছর হতে হবে । আবেদনকারীকে ৭টি টেস্ট ম্যাচ অথবা ৩০টি প্রথম-শ্রেণির ম্যাচের অভিজ্ঞতা থাকতে হবে । অথবা ১০টি ওয়ান ডে এবং ২০টি প্রথম-শ্রেণীর ম্যাচ খেলা আবেদনকারীদেরও বিবেচনা করা হবে । আবেদনকারীকে গত ৫ বছর ধরে বিসিসিআই-এর কোনও ক্রিকেট কমিটির সদস্য হওয়া চলবে না । বর্তমানে ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের প্রধান নির্বাচক অজিত আগরকর । এছাড়াও কমিটিতে রয়েছেন ওড়িশার শিবসুন্দর দাস এবং অজয় রাত্রা রয়েছেন ।




















