Border-Gavaskar Trophy: সিরিজ খুঁইয়ে আরও বিপাকে, একে একে দেশে প্রত্যাবর্তন ৬ অজি ক্রিকেটারের
IND vs AUS: আগের বার বর্ডার-গাওস্কর ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া। যার ফলে এবারের সিরিজে বাকি ২ টেস্টে ভারত হেরে গেলেও সিরিজ তাঁদের দখলেই থাকবে।
সিডনি: বর্ডার-গাওস্কর ট্রফি খোয়াতে হয়েছে। চার ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে গিয়ে ট্রফি নিজেদের দখলে আনতে পারেন অজি শিবির। আগের বার বর্ডার-গাওস্কর ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া। যার ফলে এবারের সিরিজে বাকি ২ টেস্টে ভারত হেরে গেলেও সিরিজ তাঁদের দখলেই থাকবে। কিন্তু এরপর আরও বড় ধাক্কা অজি শিবিরে। প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, ডেভিড ওয়ার্নারের সঙ্গে দেশে ফেরার বিমান ধরছেন আরও ৫ জন। কোনও না কোনওভাবে চোটের কবলে পড়েছেন। তারাও দেশে ফিরে যাচ্ছেন।
কে কে রয়েছেন সেই তালিকায়
প্যাট কামিন্স (ব্য়ক্তিগত কারণ)
জস হ্যাজেলউড (অ্যাকিলিস ইনজুরি)
অ্যাস্টন অগার (জ্বর)
ডেভিড ওয়ার্নার (কনুইয়ে চোট)
টড মার্ফি (সাইড স্ট্রেন)
মিচেল সোয়েপসন (আগেই ফিরে গিয়েছেন)
ল্যান্স মরিস
ম্যাট রেনেশঁ
এই তালিকায় নবতম সংযোজন রেনেশঁ। ওয়ার্নার দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে চোট পেয়েছিলেন। তাঁর কনকাশন হিসেবেই মাঠে নেমেছিলেন রেনেশঁ। কিন্তু ব্য়াট হাতে ব্যর্থ হন তিনি। আগামী ম্যাচে যদিও রেনেশঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে। সেক্ষেত্রে ক্যামেরন গ্রিনকে একাদশে দেখা যেতে পারে। চোট সারিয়ে তিনিই নামবেন আগামী ম্যাচে সেক্ষেত্রে। নেটে অনুশীলনও শুরু করে দিয়েছেন গ্রিন।
প্রথম ২ টেস্টে হার। পরের ২ টেস্টে জিতলেও বর্ডার-গাওস্কর ট্রফি নিজেদের দখলে রাখতে পারবে না অস্ট্রেলিয়া শিবির। এই পরিস্থিতিতে এবার দেশে ফিরে গেলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। সূত্রের খবর, ব্য়ক্তিগত কারণের জন্য দেশে ফিরলেন অজি অধিনায়ক। গতকাল টেস্টে হারের পর ব্য়াটারদের দুষেছিলেন অজি অধিনায়ক। তিনি বলেছিলেন, ''ভারতে রান করার উপায় খুঁজতে হবে। নিজেদের পারফরম্যান্স নিয়ে ভাবনা চিন্তা করার দরকার। ক্রস ব্যাটে শট খেলতে গিয়েই উইকেট খুঁইয়েছি আমরা। অন্য কোনও ভাবে রান তোলা উচিত ছিল।'' এবার আচমকাই দেশে ফেরার সিদ্ধান্ত নিলেন তিনি। সোমবার খুব ভোরেই নাকি অস্ট্রেলিয়ার উদ্দেশে পাড়ি দিয়েছেন কামিন্স।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান রামিজ রাজা বলেন, ''অক্ষর পটেলের ইনিংস টার্নিং পয়েন্ট। অশ্বিনের সঙ্গে গুরুত্বপূর্ণ সময়ে পার্টনারশিপ গড়েছে। সেই সময় অস্ট্রেলিয়া শিবির অনেকটাই এগিয়ে ছিল ম্যাচে। কিন্তু মানসিক লড়াইটাতেও পিছিয়ে গিয়েছিল অজিরা। ভারতকে চাপে ফেলার কাজটা করতেই পারেনি অজিরা।'' নিজের ইউটিউব চ্যানেলে এসে প্রাক্তন এই পাক ক্রিকেটার আরও বলেন, ''ভারত যে ভাবে অস্ট্রেলিয়াকে হারিয়েছে, সে ভাবে অজিরা পার্থ বা ব্রিসবেনে উপমহাদেশের দলগুলিকে গুঁড়িয়ে দিত। এখন বিষয়টি উল্টে গিয়েছে। এটা পরিষ্কার যে, অস্ট্রেলিয়া ঠিক করে প্রস্তুত নয়, বিশেষ করে যখন ভারতে ভালো টেস্ট ক্রিকেট খেলার বিষয় আসে। ভারতে টিম ইন্ডিয়াকে হারানো অসম্ভব। স্পিনের বিপক্ষে অত্যন্ত সাধারণ পারফরম্যান্স করেছে অস্ট্রেলিয়া। এক সেশনেই ৯ উইকেট পড়ে গিয়েছে। জাদেজা দুর্দান্ত বোলিং করেছেন।''