Mohammed Shami: বারবার ব্রাত্য শামি, গম্ভীর সহ ভারতীয় ক্রিকেটের নির্বাচকদের দিকে আঙুল তুললেন ভাজ্জি
Harbhajan On Shami: হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণদের ওপর ভরসা করলেও তাঁরা কেউই যোগ্যতার প্রমাণ দিতে পারেননি। ৩৫৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা ম্য়াচ জিতে নিয়েছে।

চণ্ডীগড়: দেশের মাটিতে টেস্ট সিরিজে হারতে হয়েছে প্রোটিয়াদের বিরুদ্ধে। এরপর ওয়ান ডে সিরিজেও দ্বিতীয় ম্য়াচে ভারতীয় পেস বোলিংয়ের কঙ্কালসার পরিস্থিতিটা অনেক বেশি করে উজ্জল হয়ে উঠেছে। হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণদের ওপর ভরসা করলেও তাঁরা কেউই যোগ্যতার প্রমাণ দিতে পারেননি। ৩৫৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা ম্য়াচ জিতে নিয়েছে। এই পরিস্থিতিতে কেন মহম্মদ শামিকে দলে ফেরানো হচ্ছে না, তা নিয়ে এবার ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটি ও কোচের দিকে আঙুল তুললেন হরভজন সিংহ।
চলতি বছরের ট্যাম্পিয়ন্স ট্রফিজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন শামি। এরপর থেকে জাতীয় দলের জার্সিতে আর কোনও ফর্ম্য়াটেই দেখা যায়নি ডানহাতি পেসারকে। ঘরোয়া ক্রিকেটে বাংলার জার্সিতে ডানহাতি পেসার দারুণ পারফর্ম করেছেন গত কয়েক মাসে। মুস্তাক আলিতেও ধারাবাহিকভাবে উইকেট পাচ্ছেন। তবুও জাতীয় দলে ডাক পাচ্ছেন না শামি। নিজের ইউটিউব চ্যানেলে শামি বলছেন, ''শামি কোথায়? আমি জানি না শামি কেন খেলছে না। আমি মানছি প্রসিদ্ধ আছে দলে। তবুও ওর এখনও অনেক কিছু শেখা বাকি। ভাল বোলার বিকল্প হিসেবে রয়েছে, কিন্তু তাঁকে সাইডলাইনে রেখে দেওয়া হচ্ছে। বুমরা দলে থাকলে একদম আলাদা একটা বোলিং অ্যাটাক। আর বুমরা ছাড়া একদম আলাদা মনে হচ্ছে। আমাদের তো বুমরাকে ছাড়াও জেতার অভ্যেসটা তৈরি করতে হবে। ৩৬০ রানের মত লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেছিল দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে দক্ষিণ আফ্রিকা। কিন্তু সেই রান তাড়া করতে নেমে অনায়াসেই তারা জিতে গেল। আমাদের বোলাররা রানের গতি কমাতেই পারেনি।''
ভাজ্জি আরও বলছেন, ''ইংল্যান্ডের মাটিতে বুমরাকে ছাড়া সিরাজ দারুণ খেলেছে। বুমরা যেই ম্য়াচগুলো খেলেনি, সেগুলোতে ভারত জিতেছে। কিন্তু সংক্ষিপ্ত ওভারের ফর্ম্য়াটে আমাদের এমন বোলার খুঁজতে হবে, যে ম্য়াচ জেতাতে পারে। তা ফাস্ট বোলিং হোক বা স্পিন বোলিং। কুলদীপ আছে স্পিনারদের মধ্য়ে। কিন্তু বাকি আর কোথায়?''
ভারত ও দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওয়ান ডে ম্য়াচে খেলতে নামবে আগামীকাল ৬ ডিসেম্বর বিশাখাপত্তনমে। ইতিহাস ঘাটলে দেখা যাচ্ছে যে এই মাঠে এখনও পর্যন্ত ১০টি ওয়ান ডে ম্য়াচ খেলেছে ভারত। যার মধ্যে সাতটি ম্য়াচে জিতেছে তারা। ২টো ম্য়াচ হেরেছে ও একটি ম্য়াচ টাই হয়েছে। ২০১৮ সালে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচটি টাই হয়েছিল।




















