IND vs BAN: হর্ষিত না ময়ঙ্ক, বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে কার জ্ন্য খুলতে পারে জাতীয় দলের দরজা?
IND vs BAN T20: গত আইপিএলে ১৫৬ কিমি সর্বোচ্চ গতিতে বল করে তাক লাগিয়ে দিয়েছিলেন ময়ঙ্ক। অনেকেই তো তাঁকে গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও জাতীয় দলে দেখতে চেয়ছিলেন।
গালিয়র: বাংলাদেশের (IND vs BAN) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেই (T20 Series) কি জাতীয় দলের দরজা খুলতে চলেছে ময়ঙ্ক যাদব (Mayank Yadav) ও হর্ষিত রানার (Harshit Rana)? গত আইপিএলে ২ তরুণই তাঁদের ফ্র্যাঞ্চাইজির হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন। আইপিএলে কেকেআরকে চ্যাম্পিয়ন করার পেছনে বল হাতে হর্ষিতের অবদান ছিল অনস্বীকার্য। অন্যদিকে ময়ঙ্কের ভয়ঙ্কর পেসের সামনে নাস্তানাবুদ হতে হয়েছে ম্য়াক্সওয়েল, বিরাটদেরও। লখনউয়ের হয়ে খেলা তরুণ এই পেসারকে দেখেই দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন স্টেন, ব্রেট লি-র মত কিংবদন্তি পেসার।
গত আইপিএলে ১৫৬ কিমি সর্বোচ্চ গতিতে বল করে তাক লাগিয়ে দিয়েছিলেন ময়ঙ্ক। অনেকেই তো তাঁকে গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও জাতীয় দলে দেখতে চেয়ছিলেন। কিন্তু চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন ময়ঙ্ক। তবে বাংলাদেশের বিরুদ্দে টি-টোয়েন্টি সিরিজের আগে ফিট হয়ে উঠেছেন তিনি। অন্যদিকে কলকাতা শিবিরে স্টার্কের মত পেসার থাকলেও দলের হয়ে সর্বাধিক উইকেটের মালিক ছিলেন গত আইপিএলে হর্ষিতই। তাঁর ডেথ ওভারে বোলিংয়ের প্রশংসা করেছিলেন স্বয়ং তৎকালীন মেন্টর গৌতম গম্ভীরই।
গত আইপিএলে হর্ষিত ১৩ ম্য়াচে খেলে মোট ১৯ উইকেট নিয়েছিলেন। অন্যদিকে লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে ৪ ম্য়াচে ৭ উইকেট নিয়েছিলেন ময়ঙ্ক। ২২ বছরের তরুণ পেসারের ফিটনেস অবশ্য একটা চিন্তার কারণ হতে পারে। কারণ অল্প সময়ের কেরিয়ারের চোটের জন্য অনেকদিন ভুগতে হল তাঁকে। ঘটনাচক্রে গম্ভীর বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ। হর্ষিতকে খুব কাছ থেকে দেখেছেন। তাই রবিবার ময়ঙ্ককে টেক্কা দিয়ে হর্ষিতকে সুযোগ দেওয়া হয় কি না সেটাই দেখার।
এখনও পর্যন্ত কুড়ির ফর্ম্য়াটে আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১৪ বার মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ। প্রায় একপেশে লড়াই হয়েছে যে তা কিন্তু পরিসংখ্যান দেখলেই স্পষ্ট। মোট ১৩ বার ভারতীয় ক্রিকেট দল জয় ছিনিয়ে নিয়েছে। ২০১৯ সালে একমাত্র একটি টি-টোয়েন্টি ম্য়াচ হেরেছিল ভারত বাংলাদেশের বিরুদ্ধে। রোহিত শর্মার নেতৃত্বাধীন সেই ভারতীয় ক্রিকেট দল দিল্লিতে নিজেদের ঘরের মাঠেই বাংলাদেশের বিরুদ্ধে হেরে গিয়েছিল।
সূর্যকুমার যাদবের নেতৃত্বে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত খেলবে, এটাই মোটামুটি নিশ্চিত। দলে হার্দিক পাণ্ড্যকে রাখা হলেও অধিনায়ক হিসেবে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটারকেই বেছে নিয়েছেন নির্বাচকরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয়ের পর এবার বাংলাদেশের বিরুদ্ধেও সিরিজ জিততে পারে কি না সূর্যুকমারের ভারত, তা দেখার।