Dhoni And Virat: ''বিরাটের সঙ্গে আপনার সম্পর্ক কেমন?'' উত্তরেই চমকে দিলেন ধোনি
Ms Dhoni And Virat Kohli: মাঠের ভেতরে ও মাঠের বাইরের পারস্পরিক বন্ধুত্ব সোশ্য়াল মিডিয়াতেও জনপ্রিয়তার শীর্ষ জায়গা করে নিয়েছিল। 'মাহিরাট' হ্য়াসট্যাগও বিভিন্ন সময় ট্রেন্ড হয়েছেন দু-জনকে নিয়ে।
মুম্বই: ভারতীয় ক্রিকেট তো বটেই, বিশ্ব ক্রিকেটের ২ রত্ন তাঁরা। মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) ও বিরাট কোহলি (Virat Kohli)। প্রথম জন ২ বারের বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক (World Cup Winner Indian Captain)। দ্বিতীয়জন ক্রিকেটের তিন ফর্ম্য়াটেই ব্যাট হাত একের পর এক রেকর্ড গড়েছেন গত এক দশকের ওপরে। ধোনির নেতৃত্বেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল বিরাটের। ২০০৮ থেকে ২০২০। বারো বছর আন্তর্জাতিক ক্রিকেটে একসঙ্গে খেলেছেন। ধোনির নেতৃত্বে বিরাট খেলেছেন। এরপর বিরাটের নেতৃত্বেও ধোনি খেলেছেন। মাঠের ভেতরে ও মাঠের বাইরের পারস্পরিক বন্ধুত্ব সোশ্য়াল মিডিয়াতেও জনপ্রিয়তার শীর্ষ জায়গা করে নিয়েছিল। 'মাহিরাট' হ্য়াসট্যাগও বিভিন্ন সময় ট্রেন্ড হয়েছেন দু-জনকে নিয়ে। এবার বিরাটকে নিয়ে বড় মন্তব্য করলেন ধোনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ধোনিকে প্রশ্ন করা হয়েছিল বিরাটের সঙ্গে তাঁর সম্পর্ক কেমন? সেই প্রশ্নের উত্তরে প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, ''২০০৮ সাল থেকে আমরা একসঙ্গে খেলেছি। আমি জানি না যে কী বলা উচিত, বড় ভাই নাকি সহকর্মী। যাই নাম দেওয়া হবে, সেটাই ঠিক আছে। কিন্তু দিনের শেষে আমরা একসঙ্গে ভারতের হয়ে খেলেছি। আমরা একে অপরের সহকর্মী। বিরাট বিশ্বক্রিকেটের সেরার সেরাদের একজন।''
Dhoni and ViratKohli relationship ❤️
— SubashMV (@SubashMV5) August 31, 2024
- The Mahirat duo! 💥
Dhoni #ViratKohli
#ThalaDharisanam #IPLonJioCinema TATAIPL#Rohitsharma #Msd pic.twitter.com/Ov0iVvyYh2
দু জন দুজনের প্রতি কতটা শ্রদ্ধাশীল তা এর আগে বিরাটের গত আইপিএলে মন্তব্যের সময়ও বোঝা গিয়েছিল। সিএসকে ম্য়াচে প্রাক্তন আরসিবি অধিনায়ক এক সাক্ষাৎকারে বলেছিলেন, ''সমর্থকদের জন্য ওঁকে খেলতে দেখা ভারতের যে কোনও স্টেডিয়ামে, একটা বড় বিষয়। আমি ও মাহি আরও একবার মাঠে নামতে চলেছে। একে অপরের বিরুদ্ধে খেলতে চলেছি আইপিএলে। কে না জানে যে, এটাই হয়ত শেষবার হতে পারে। আমাদের অসাধারণ কিছু স্মৃতি রয়েছে। কিছু অসাধারণ পার্টনারশিপ গড়েছিলাম আমরা। এটা দারুণ একটা সময় হতে চলেছে আমাদের আরও একবার একসঙ্গে দেখতে পাওয়ার।''
কেরিয়ার দীর্ঘ সময়ে ফিনিশারের কাজ করে এসেছেন। শেষ পর্যন্ত ম্য়াচ নিয়ে গিয়ে তা জিতিয়ে দিতেন। এই জন্য বিশ্বের সেরা ফিনিশারের তকমাও জুটেছিল ধােনির। এখন তেমনই ম্য়াচ একদম শেষ পর্যন্ত নিয়ে গিয়ে তা শেষ করেন বিরাট। বিরাট বলেন, ''মাহি ভাইকেও সমালোচনা করা হত। প্রশ্ন উঠত কেন শেষ ওভার পর্যন্ত খেলা নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু কত ম্যাচ ও জিতিয়েছে ভারতকে। আমার মনে হয় ধোনি একমাত্র ব্যক্তি, যে জানে সে কী করছে। এটা অভ্যাস। ধোনি জানে শেষ পর্যন্ত গেলে ও ম্যাচ জিতিয়ে দেবে।''