IND vs AUS, 2nd ODI: দলে ফিরবেন রোহিত, দ্বিতীয় ওয়ান ডেতে কি সিরিজ জিততে পারবে ভারত?
Rohit Sharma: পারিবারিক কারণে মুম্বইয়ে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম ওয়ান ডে ম্যাচে খেলেননি অধিনায়ক রোহিত শর্মা।
বিশাখাপত্তনম: শুরুতে দুই তারকা বোলারের দাপটে এবং ব্যাট হাতে কেএল রাহুল (KL Rahul) ও রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) পরিপক্ক পার্টনারশিপে ভর করে ৬১ বল ও পাঁচ উইকেট হাতে রেখেই প্রথম ওয়ান ডে ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় ভারতীয় দল। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের (IND vs AUS 2nd ODI) আসর বসবে রবিবার। এই ম্যাচ জিততে পারলেই টেস্টের পর ওয়ান ডে সিরিজও নিজের নামে করে ফেলবে টিম ইন্ডিয়া।
রোহিতের প্রত্যাবর্তন
প্রসঙ্গত, মুম্বইয়ে প্রথম ওয়ান ডেতে পারিবারিক কারণে রোহিত শর্মা (Rohit Sharma) খেলতে পারেননি। তবে দ্বিতীয় ওয়ান ডেতে দলে যোগ দিচ্ছেন তিনি। রাহুলের দুর্দান্ত ইনিংসের পর তাঁকে দল থেকে বাদ দেওয়ার কোনও সম্ভাবনা নেই বললেই চলে। সেক্ষেত্রে রোহিতকে জায়গা করে দিতে সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণের মধ্যে একজনকে বাইরেই বসতে হবে। দুই তারকাই কিন্তু ওয়াংখেড়েতে প্রথম ওয়ান ডেতে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিললেন। ঈশান মাত্র তিন ও সূর্যকুমার রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন।
নজরে কারা?
ভারতীয় বোলিং বিভাগে কিন্তু বদলের তেমন কোনও সম্ভাবনা নেই। তাই প্রথম ওয়ান ডের মতো যুজবেন্দ্র চাহাল, উমরন মালিকদের সম্ভবত আবারও এই ম্যাচে মাঠের বাইরেই বসতে হতে পারে। ভারতীয় দলের তরফে রবীন্দ্র জাডেজার দিকে বিশেষ নজর থাকবে। প্রায় আট মাস পরে নিজের ওয়ান ডে প্রত্যাবর্তনেই দুই উইকেট নেওয়ার পাশাপাশি ৪৫ রান করায় ম্যাচ সেরা হন জাডেজা। বছর শেষে দেশেই বসতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপের আসর। সেখানে জাডেজার ফর্ম থাকাটা টিম ইন্ডিয়ার কাছে কতটা জরুরি, তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না।
অস্ট্রেলিয়ার তরফে নজরে থাকবেন দুই মিচেল, মার্শ ও স্টার্ক। প্রথম ওয়ান ডেতে সিংহভাগ অজি ব্যাটাররা ব্যর্থ হলেও মার্শ ৮১ রানের ইনিংস খেলেন। অপরদিকে, স্টার্ক বল হাতে তিন উইকেট নেন। স্টার্কের আগুনে বোলিংয়েই অজি দল ম্যাচে লড়াইয়ে ফিরেছিল। অস্ট্রেলিয়ান ম্যানেজমেন্ট আশা করবে যে এই দুই মিচেল যেন দ্বিতীয় ম্যাচেও জ্বলে উঠেন।
কবে খেলা?
সিরিজের দ্বিতীয় ম্যাচ ১৯ মার্চ, রবিবার।
কোথায় খেলা?
খেলা হবে বিশাখাপত্তনমের রাজা রেড্ডি স্টেডিয়ামে।
কখন শুরু ম্যাচ?
দিন-রাতের ম্যাচ শুরু দুপুর ১.৩০-এ। টস হবে দুপুর ১টায়।
কোথায় দেখবেন?
খেলা দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। পাশাপাশি স্মার্টফোনেও দেখা যাবে সরাসরি সম্প্রচার। ডিজনি+হটস্টার অ্যাপে।
আরও পড়ুন: ভারত-অস্ট্রেলিয়ার প্রথম ওয়ান ডেতে ফিল্ডিংই কি ম্যাচে পার্থক্য গড়ে দিল?