India vs Pakistan: দুই ম্যাচ খেলতে না খেলতেই ফের চোট শ্রেয়সের, পাকিস্তানের বিরুদ্ধে একাদশে ফিরলেন রাহুল
IND vs PAK: ভারতের বিরুদ্ধে টস জিতে ম্যাচে বোলিংয়ের সিদ্ধান্ত নিল পাকিস্তান।
কলম্বো: পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোরে আজ পাকিস্তানের মুখোমুখি ভারত (IND vs PAK)। ম্যাচে ভারতীয় একাদশে দুই বদল ঘটানো হয়েছে। দীর্ঘদিনের চোট সারিয়ে অবশেষে এই ম্যাচের মাধ্যমেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন কেএল রাহুল (KL Rahul)। তবে রাহুল ফিট হতে না হতেই চোটের কবলে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ব্যাক স্প্যাজ়মের জন্য তাঁকে একাদশ থেকে বাদ দিতে বাধ্য হয়েছে টিম ইন্ডিয়া (Team India)।
দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে ছিলেন শ্রেয়স আইয়ার। চোটের কারণে আইপিএলেও খেলতে পারেননি তিনি। করাতে হয়েছিল অস্ত্রোপ্রচার। এই টুর্নামেন্টেই জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটান শ্রেয়স। তবে এক ম্যাচে ব্যাটিং করার পরেই ফের চোটে কাবু তিনি।
রাহুলের পাশাপাশি এই ম্যাচে দলে ফিরলেন যশপ্রীত বুমরাও। নেপাল ম্যাচে তিনি খেলেননি। সন্তানের জন্মের জন্য মুম্বইয়ে ফিরেছিলেন তিনি। তবে এই ম্যাচের আগেই ভারতীয় শিবিরে যোগ দেন তিনি। তিনি দলে ফেরায় একাদশ থেকে বাদ পড়লেন মহম্মদ শামি। এবার রাহুল ফেরায় গত ম্যাচে পাঁচে ব্যাট করা ঈশান কিষাণ কত নম্বরে ব্যাট করতে নামেন সেটাই দেখার বিষয়। এই ম্যাচ ঘিরে কিন্তু দর্শকদের উন্মাদিনেও তুঙ্গে।
পাল্লেকেলেতে ভারত-পাকিস্তান গ্রুপ পর্বের দ্বৈরথ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। কলম্বোতেও কিন্তু সেই বৃষ্টির কাঁটা হতে পারে। বৃষ্টির আশঙ্কা ৯০ শতাংশ। ভারত-পাক ম্যাচ রবিবার করা না গেলে রিজার্ভ ডে হিসাবে রাখা হয়েছে সোমবার। তা নিয়ে বিতর্কও হচ্ছে। শ্রীলঙ্কা ও বাংলাদেশ শিবির থেকে প্রশ্ন তোলা হচ্ছে, কেন শুধু ভারত-পাক ম্যাচেরই রিজার্ভ ডে থাকবে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল দেখে নিতে চাইবে, কে এল রাহুল কতটা ম্যাচ ফিট হয়েছেন।
🚨 Toss & Team News 🚨
— BCCI (@BCCI) September 10, 2023
Pakistan have elected to bowl against #TeamIndia.
A look at our Playing XI 🔽
Follow the match ▶️ https://t.co/kg7Sh2t5pM#AsiaCup2023 | #INDvPAK pic.twitter.com/fkABP5uWxr
পাশাপাশি যশপ্রীত বুমরা চোট সারিয়ে ফিরে ওয়ান ডে ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে কেমন বল করেন, সেটা দেখে নিতেও মুখিয়ে থাকবে ভারতীয় শিবির। পাকিস্তানের বিরুদ্ধে আগের ম্যাচে বল করার সুযোগই পাননি বুম বুম বুমরা। আর নেপালের বিরুদ্ধে তিনি খেলেননি। তাই এই ম্যাচেই তাঁর চোট সারিয়ে ফেরার পর প্রথম বড় পরীক্ষা হতে চলেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগেই ওয়ান ডেতে শীর্ষস্থান হারাল পাকিস্তান, একে অস্ট্রেলিয়া