(Source: ECI/ABP News/ABP Majha)
IND Vs SA 1st Test: দ্বিতীয় দিনের শেষে ভারতের থেকে ১১ রান এগিয়ে দক্ষিণ আফ্রিকা, ১৪০ রানে অপরাজিত এলগার
India Vs South Africa 1st Test Live Updates: প্রথম দিন শেষে ভারতীয় দলের স্কোর ছিল আট উইকেটের বিনিময়ে ২০৮ রান।
LIVE
Background
সেঞ্চুরিয়ন: শেষ পর্যন্ত দু'শোর গণ্ডি পার করল ভারত। সৌজন্যে একটাই নাম। কে এল রাহুল (KL Rahul)। শেষবার ২০২১ সালে দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) সফরে এসেছিল যখন ভারত (Indian Cricket Team)। সেবার প্রথম ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এদিনও অপরাজিত অর্ধশতরান হাঁকিয়ে প্রথম দিনের শেষে মাঠ ছাড়লেন। রোহিত (Rohit Sharma), গিলরা (Subhman Gill) যখন ক্রিজে দাঁড়াতেই পারলেন না, বিরাট-শ্রেয়সরা যেখানে সেট হয়েও উইকেট ছুড়ে এলেন, সেখানে একা কুম্ভের মত লড়ে গেলেন ডানহাতি কর্ণাটকী ব্যাটার। লোয়ার অর্ডারকে সঙ্গে নিয়েই দলের স্কোর দুশোর গণ্ডি পার করিয়ে দিলেন তিনি। তবে এদিন বৃষ্টির জন্য নির্ধারিত ৯০ ওভার খেলা হয়নি। মাত্র ৫৯ ওভারই খেলা হয় এদিন। দিনের শেষে ৮ উইকেট হারিয়ে ২০৮ রান বোর্ডে তুলেছে ভারত। রাহুল ৭০ রান করে অপরাজিত রয়েছেন। তাঁর সঙ্গে ক্রিজে আছেন মহম্মদ সিরাজ। রাহুল তাঁর ইনিংসে ১০টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকিয়েছেন।
এবার দল নির্বাচনে 'বুড়ো' রাহানে, পূজারাকে দলে নেওয়া হয়নি। বদলে নতুন মুখ হিসেবে জয়সওয়াল, শ্রেয়সের ওপরই ভরসা রাখা হয়েছে। ব্যাটিং অর্ডারেও বদল আনা হয়েছে। বিরাট তাঁর তিন নম্বর স্লট ছেড়ে দিয়েছেন। জয়সওয়াল রোহিতের সঙ্গে ওপেনে নামায়, গিল তিনে নেমে আসেন। চারে নামছেন বিরাট। এদিনের ম্যাচেও তেমনভাবেই ব্যাটিং অর্ডার সাজানো হয়েছিল। কিন্তু কাজের কাজ কিছুই হল না। রাবাডার বলে বার্গারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রোহিত মাত্র ৫ রান করে। ভাল শুরু করেও ক্রিজে থিতু হতে পারলেন না জয়সওয়াল। ৪টি বাউন্ডারি হাঁকালেও ১৭ রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয় জয়সওযালকে। বার্গার তুলে নেন বাঁহাতি ভারতীয় ওপেনারের উইকেট।
বার্গারের দ্বিতীয় শিকার হন গিল। ২ রান করে ক্যাচ আউট হয়ে ফেরেন তিনি। মাত্র ২৪ রান বোর্ডে তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল ভারতীয় দল। সেখান থেকে শ্রেয়স আইয়ারকে সঙ্গে নিয়ে বিরাট কোহলি দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। মধ্যাহ্নভোজের পরই অবশ্য আঘাত হানেন রাবাডা। ৩১ রান করে প্রোটিয়া পেসারের বলে বোল্ড হয়ে যান তিনি। ৩টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি। বিরাটও ক্রিজে সেট হয়েও রাবাডার বলে ৩৮ রান করে ক্যাচ আউট হয়ে ফেরেন। এরপর শার্দুল ২৪ রানের ইনিংস খেলেন। অশ্বিন ৮ রান করেন। প্রোটিয়া বোলারদের মধ্যে রাবাডা ৫ উইকেট নেন। এছাড়া নবাগত নানদে বার্গার ২ উইকেট নেন ও মার্কো ইয়েনসেন ১ উইকেট নেন।
IND vs SA Live: দ্বিতীয় দিনের শেষে ১১ রানের লিড প্রোটিয়াদের
নির্ধারিত সময়ের আগেই দ্বিতীয় দিনের খেলা শেষ হয়ে গেল। প্রথম ইনিংসে ১১ রানের লিড নিয়ে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ডিন এলগার ১৪০ রান করে অপরাজিত। তাঁর সঙ্গে ক্রিজে আছেন মার্কো ইয়েনসেন। প্রোটিয়াদের স্কোর ২৫৬/৫।
IND Vs SA Live Score: পর্যাপ্ত আলোর অভাবে খেলা স্থগিত
পর্যাপ্ত আলোর অভাবে খেলা স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন আম্পায়াররা। দ্বিতীয় দিনে এখনও পর্যন্ত ৭৪.৪ ওভারের খেলা হয়েছে। মোট ২৯৩ রান উঠেছে বোর্ডে ও ৭ উইকেট পড়েছে।
IND vs SA Live: উইকেট পেলেন প্রসিদ্ধ
টেস্ট কেরিয়ারের প্রথম উইকেট পেলেন প্রসিদ্ধ কৃষ্ণ। তাঁর বলে কে এল রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন কাইল ভেরেনে।
IND Vs SA Live Score: আউট বেডিংহাম
দক্ষিণ আফ্রিকার চতুর্থ উইকেটের পতন। অর্ধশতরানের পর ৫৬ রান করে সিরাজের বলে বোল্ড হয়ে ফিরলেন বেডিংহাম।
IND vs SA Live: একশো রানের পার্টনারশিপ এলগার, বেডিংহামের
১০০ রানের পার্টনারশিপ গড়লেন এলগার, বেডিংহাম জুটি।